Deepika Kumari. (Photo Credits: X)

প্যারিস, ৩ অগাস্ট: কোয়ার্টার ফাইনালে দু'বার এগিয়ে গিয়েও সেই হার। আরও একবার অলিম্পিক থেকে খালি হাতে ফিরছেন ভারতের তারকা তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari)। তাঁর চতুর্থ অলিম্পিক থেকেও খালি হাতে ফিরছেন দীপিকা।  ২০১২ লন্ডন, ২০১৬ রিও, ২০২০ টোকিও-র পর ২০০৪ প্যারিস থেকেও খালি হাতে দীপিকা ফিরছেন ভাঙা হৃদয় নিয়েই। একটা সময় দুনিয়ার সেরাদের মধ্য়ে স্বীকৃতি পেলেও অলিম্পিকে পদক জেতার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেলে ঝাড়খণ্ডের তারকা তিরন্দাজের। আরও একবার তিরন্দাজিতে পদক জেতার স্বপ্নভঙ্গ হল ভারতের।

আজ, শনিবার মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার নাম সু-হিয়ওনের কাছে ৪-৬ হেরে বিদায় নিলেন দীপিকা। সেমিফাইনালে ওঠার ম্যাচে দীপিকা প্রথম সেটে দুরন্ত খেলে এগিয়ে গিয়েছিলেন, এরপর দ্বিতীয় সেটে একটা একেবারে খারাপ শট মেরে হেরে বসেন। তৃতীয় সেটে ফের দুরন্ত খেলে জিতে নেন। কিন্তু তার পরের দুটি সেটে একটি করে শট খারাপ খেলে বিদায় নেন দীপিকা। ৩০ বছরের দীপিকার খেলা দেখেই পরিষ্কার বোঝা গেল প্রতিভা, পরিশ্রম, সাধনায় তার কোনও খামতি না থাকলেও একেবারে চূড়ান্ত সময়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে স্নায়ুর চাপ ধরে রাখায় তিনি ব্যর্থ।

আরও পড়ুন-দু বারের পদক জয়ীকে হারিয়ে শেষ আটে দীপিকা, বিদায় ভজনের

নিজের চতুর্থ অলিম্পিকে নেমেও অলিম্পিক পদক জেতা হল না প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ঝাড়খণ্ডের ৩০ বছরের তারকা তিরন্দাজের। দলগত বিভাগের মত ব্যক্তিগত বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে প্যারিসে দীপিকার অভিযান শেষ হল। দীপিকার আগে প্রি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন ভজন কৌর। ফলে প্য়ারিস অলিম্পিকে দেশের মহিলা তিরন্দাজদের অভিযান শেষ হল। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত বিভাগেও শেষ হয়েছে ভারতের চ্যালেঞ্জ। ফলে প্যারিস অলিম্পিকের তিরন্দাজিতে ভারতের চ্য়ালেঞ্জ শেষ হল।

দীপিকার কেরিয়ারে ১১টি বিশ্বকাপ খেতাব, দুটি কমনওয়েলথ গেমসে সোনা, এশিয়ান গেমসে পদক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া পদক থাকলেও তাঁর অলিম্পিক পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। চার বছর পর দীপিকা লস অ্যাঞ্জেলসে আর নামতে পারবে না সেটাই স্বাভাবিক। প্রসঙ্গত, দীপিকার নেতৃত্বে দলগত বিভাগে নেমে চলতি প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ০-৬ ভরাডুবি হয় ভারতীয় মহিলা তিরন্দাজ দলের। এরপর মিক্সড টিম ইভেন্টে সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি ভারতীয় জুটি অঙ্কিতা ভগত ও ধীরাজ বোম্মাদেবারা-র।