কোটলা টেস্টে হেরে সিরিজে ০-২ পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া শিবিরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল। কোটলা ম্যাচের পরই নিশ্চিত হয়ে যায় বর্ডার-গাভাসকর ট্রফি এবারও জেতা হচ্ছে না অজিদের। এখান থেকে বড়জোড় চলতি টেস্ট সিরিজ ড্র হতে পারে। কিন্তু যেহেতু ভারত এই ট্রফি গতবার জিতেছিল, তাই অজিদের বর্ডার-গাভাসকর ট্রফি পুন:রুদ্ধার করতে হলে সিরিজে জিততে হত। সে সব তো দূরের কথা এখন ভারতে হোয়াইটওয়াশ হওয়ার ভয়ে কাঁটা ক্যাঙারুর দেশের ক্রিকেটাররা। এরই মধ্যে আবার অজি শিবিরে ছুটির হাওয়া। দিল্লিতে হারের পর পারিবারিক কারণে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স চলতি সপ্তাহের শেষে দেশ থেকে ভারতে ফিরে আসার কথা।
কামিন্সের সঙ্গে একই বিমানে ভারত থেকে অস্ট্রেলিয়া ফিরছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ও পেসার জোস হ্যাজেলউড। চোট থাকায় হ্য়াজেলউডের আর চলতি সিরিজে খেলার সম্ভাবনা নেই। ফর্মে না থাকা ওয়ার্নার কোটলা টেস্টের প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের বলে মাথায় চোট পাওয়ায় আর খেলতে নামেননি। ওয়ার্নারের পরিবর্তে কনকাসশন সাব হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন ম্যাট রানশ। মাথায় চোট সারলেও কনুইতে বড় আঘাত লেগেছে বাঁ হাতি অজি ওপেনারের। তার মানে সিরিজের মাঝপথে দেশে চলে যাওয়া কামিন্স ভারতে ফিরবেন। সিরিজ থেকে ছিটকে যাওয়া হ্যাজেলউড আর ফিরবেন না। আর ওয়ার্নারের টেস্ট সিরিজের আগে ফেরা অনিশ্চিত। আরও পড়ুন-আসন্ন আইপিএলে শেষবার দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? কি বললেন চেন্নাই সুপার কিংস কর্তারা
এদিকে, পয়লা মার্চ থেকে ইন্দোরে তৃতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠেছেন তারকা পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। স্টার্ক ও গ্রিন দু জনেই ইন্দোরে খেলছেন। ইন্দোরে হয়তো ছয় স্পেশালিস্ট ব্যাটার, দুই পেসার, দুই পেসার আর এক পেসার অলরাউন্ডারে খেলবে অস্ট্রেলিয়া। গ্রিনকে খেলানো হতে পারে পিটার হ্যান্ডসকম্ব বা ম্যাট রেনশ-র জায়গায়। কোনও এক স্পিনারের পরিবর্তে খেলানো হবে মিচেল স্টার্ককে। অবশ্য হোলকারের পিচ দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।