IPL 2022: শেষ ওভারে মিলারের পরপর তিন ছক্কায় ফাইনালে গুজরাট, ৩৭৯ রানের 'পয়সা উসুল' ম্যাচ ইডেনে, হার্দিক অভিনন্দন সেরে এবার বিরাটের প্রতীক্ষা
Hardik, Miller. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৪ মে: ইডেন গার্ডেন্স মাতিয়ে দিলেন গুজরাট টাইটান্সের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। ম্যাচের শেষ ওভারে প্রসিধ কৃষ্ণার প্রথম তিনটি ডেলিভারিতে তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে গুজরাটকে ফাইনালে তুললেন মিলার। জয়ের জন্য ১৮৮ রান তাড়া করতে নেমে ম্যাচের তিন বল বাকি থাকতে ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠল হার্দিক পান্ডিয়া ব্রিগেড। ৩৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের নায়ক মিলার। ৫টা ছক্কা, ৩টা বাউন্ডারিতে সাজানো মিলারের ইনিংস তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ইডেনের দর্শকরা। ২৭ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে মিলারকে দারুণ সঙ্গ দিলেন অধিনায়ক হর্দিক পান্ডিয়া।

চতুর্থ উইকেটে হার্দিক-মিলারের ৬০ বলে ১০৬ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপটাই জয় পরাজয়ে বড় ফারাক গড়ে দিল। ৫৬ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলা রাজস্থানের তারকা জোস বাটলার ইডেনে ট্র্যাজিক হিরো থেকে গেলেন। এদিন হারলেও অবশ্য ফাইনালে ওঠার সুযোগ থাকছে রাজস্থান। সেক্ষেত্রে শুক্রবার, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-তে জিততে হবে রাজস্থান রয়্যালসকে।

প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস করে ৬ উইকেটে ১৮৮ রান। দারুণ খেলেন জোস বাটলার (৮৯)। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে শূন্য রানে আউট হন গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহা। এরপর শুভমন গিল (৩৫), ম্যাথু ওয়েড ৯৩৫) সেট হয়ে আউট হয়ে যান। ৮৫ রানে ৩ উইকেট থেকে ব্যাট করতে নামেন হার্দিক-মিলার। বাকিটা যা হল তা দেখে মুগ্ধ হল ইডেন। রাজস্থানের দুই তারকা স্পিনার অশ্বিন-চাহাল জুটি এদিন ফ্লপ করাটা সঞ্জুদের বিপক্ষে গেল। অশ্বিন-চাহালের আট ওভার হার্দিকরা নিলেন ৭২ রান, উইকেট আসেনি একটাও। আরও পড়ুন: হকিতে জাপানের কাছে পাঁচ গোলে লজ্জার হার ভারতের

লিগ পর্যায়ের মত প্লে অফেও ফিনিশিংটা অসাধারণ করে প্রথমবার আইপিএল খেলতে নেমে প্রথমবারেই একেবারে ফাইনালে উঠে গেল গুজরাট। কলকাতায় এসে গুজরাট বুঝিয়ে গেল তারা চ্যাম্পিয়ন হতে এসেছে।

রবিবার, ২৯ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে কারা হবে তা ঠিক হবে তিনদিনের মধ্যে। আগামিকাল, বুধবার এলিমিটনেটর ওয়ানে লখৌনি খেলবে বেঙ্গালুরু-র বিরুদ্ধে। এই ম্যাচে যারা হারবে তারা বিদায় নেবে, আর জয়ী দল শুক্রবার মোদী স্টেডিয়ামে খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-তে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে গুজরাটের বিরুদ্ধে কাপ জেতার লড়াইয়ে খেলবে।