Asia Cup Hockey: জাপানের কাছে লজ্জার পাঁচ গোলে হেরে এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে ভারত
Indian Hockey Team. (Photo Credits: Twitter)

জাকার্তা, ২৪ মে: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) লজ্জার হার ভারতের। এশিয়ান হকির নয়া শক্তি জাপানের কাছে ২-৫ গোলে হারল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারত চলতি এশিয়া কাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে। গতকাল, সোমবার পাকিস্তানের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ গোলে ড্র করেছিল ভারতীয় দল। জাপানের কাছে ম্যাচের শেষ দশ মিনিটে দুটি গোল হজম করায় ভারতের হারের স্কোরবোর্ডকে লজ্জার দেখাল। ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ভারত ১-২ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের উত্তেজক শেষ কোয়ার্টারে হয় চারটি গোল। ভারতের হয়ে গোল দুটি করেন পবন রাজ ভার ও উত্তম সিং।

বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ ইন্দোনেশিয়া। যে ইন্দোনেশইয়াকে আজ পাকিস্তান ১৩-০ গোলে হারিয়ে গোলপার্থক্য বাড়িয়ে রেখেছে। শেষ ম্যাচে জাপানের কাছে পাকিস্তান হারলেও ভারতের থেকে গোলপার্থক্যে এগিয়ে থাকবে। আরও পড়ুন: আইপিএলে ফিরছে এবি শো! ডেভিলিয়ার্স ফিরতে চান বেঙ্গালুরুর জার্সিতেই!

যেখানে পুল বা গ্রুপ থেকে দুটি দল পরের রাউন্ডে বা সুপার ফোরে উঠবে। গতকাল ইন্দোনেশিয়াকে ৯-০ গোলে হারানোর পর, আজ ভারতকে পাঁচ গোলে হারিয়ে জাপান কার্যত পরের রাউন্ডে উঠে গেল। এবার গ্রুপ বা পুল থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার লড়াই ভারত-পাকিস্তানের মধ্যে। জাপান-পাকিস্তান ম্যাচ ড্র হলেই বিদায় নেবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। গোলপার্থক্যে ভারত যেখানে -৩, সেখানে পাকিস্তান +১৩। ফলে শেষ ম্যাচে জাপান যদি পাকিস্তানকে হারিয়েও দেয়, তাহলেও ইন্দোনেশিয়াকে রেকর্ড গোলে হারাতে হবে ভারতকে।