কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে বিশ্বকাপ ২০২২-এ নামবে পর্তুগাল। পাঁচটা বিশ্বকাপের মূলপর্বে খেলার নজির গড়তে চলেছেন পর্তুগিজ মহাতারকা। ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে। আগের চারটি বিশ্বকাপের মূলপর্বেই অন্তত একটা গোল করেছেন সিআর সেভেন।
দেখুন পর্তুগাল দল-ছবিতে
Cristiano Ronaldo, Bruno Fernandes and Diogo Dalot included in Portugal's Sqaud For the World Cup Qatar 2022 🇶🇦pic.twitter.com/dWh5ZWVZbM
— Muhammed Ibrahim (@Muhamadibra412) November 10, 2022
বিশ্বকাপের মুলপর্বে রোনাল্ডোর মোট সাতটি গোল আছে। ৩৭ বছরর রোনাল্ডোর এটাই হতে চলেছে শেষ বিশ্বকাপ। ফার্নান্দো স্যান্টোসের কোচিংয়ে রোনাল্ডোরা এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে নামছেন ঘানার বিরুদ্ধে, ২৪ নভেম্বর। রোমাল্ডো এর আগে যে চারটি বিশ্বকাপে খেলেছেন রোনাল্ডো তার মধ্যে পর্তুগাল সবচেয়ে ভাল করেছিল ২০০৬ জার্মানি বিশ্বকাপে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। সেমিতে দারুণ লড়াই করে ফ্রান্সের কাছে ০-১ হেরেছিল পর্তুগাল। গতবার, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে ১-২ গোলে হেরেছিল পর্তুগাল। আরও পড়ুন-বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা এমসিজির ফাইনাল, তাহলে কে হবে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন
এবার বিশ্বকাপে পর্তুগালের গ্রুপে আছে ঘানা(২৪ নভেম্বর), উরুগুয়ে (২৯ নভেম্বর) ও, দক্ষিণ কোরিয়া (২ ডিসেম্বর)।
এবার বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড
গোলকিপার -দিয়েগো কোস্তা, হোসে সা, রুই প্যাট্রিকো
মিডফিল্ডার- জোয়াও পলহিনহা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, জোয়াও মারওস ব্রুনো ফার্নান্ডেজ, ম্যাথিউজ নুনেস। ভিতিনহা, উইলিয়াম কার্ভালহো, ওতাভিও।
ফরোয়ার্ড
রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোর্তা, গনকালো রামোস, আন্দ্রে সিলভা