মেলবোর্ন, ১১ অক্টোবর: রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার মেলবোর্নে ৯৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মেলবোর্ন জুড়ে বজ্র-বিদুত সহ ২৫ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা হল ফাইনালে রিজার্ভ ডে রয়েছে। ফলে রবিবার খেলা না হলেও সোমবার হতে পারবে ফাইনাল। নয়া নিয়মে টি-২০ বিশ্বকাপের ফাইনালে দু দলকে অন্তত দশ ওভার খেলতেই হবে। যেখানে গ্রুপের ম্যাচে পাঁচ ওভার করেই খেলা হত।
গত ২৩ অক্টোবর, সুপার ১২ পর্বের ম্যাচে এমসিজি-তে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল ৮০ শতাংশ। তবুও সেদিন বৃষ্টিতে কোনওরকমভাবেই ব্যাহত হয়নি ভারত-পাক ফাইনাল। চলতি টি-২০ বিশ্বকাপে মেলবোর্নের এমসিজি-তে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সহ মোট চারটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আরও পড়ুন-ফাইনালে হল না, তা হলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আবার কবে
দেখুন টুইট
Just a reminder, if rain washes out the #T20WorldCupFinal on Sunday and the reserve day Monday, Pakistan and England will be declared joint winners. #T20WorldCup #INDvsENG https://t.co/YnRF4zRBzv pic.twitter.com/iXrrcndbV4
— Andrew Wu (@wutube) November 10, 2022
আইসিসি-র নিয়ম অনুযায়ী, রবিবারের পর সোমবারও রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয় (এমনকী সুপার ওভারও করা না যায়), সেক্ষেত্রে যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে। এখনও পর্যন্ত কোনওবারই বিশ্বকাপে যুগ্ম চ্যাম্পিয়ন হয়নি। ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ইমরান খানের পাকিস্তান ও গ্রাহাম গুচের ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার এমসিজিতে রবিবার কী হয় সেটাই দেখার।