India vs Pakistan (Photo Credits: Getty Images)

টি-২০ বিশ্বকাপে রবিবার এমসিজি-তে ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল ম্যাচ হচ্ছে না। সিডনিতে কিউইদের হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠলেও, অ্যাডিলেডে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এবার টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বে এমসিজি ম্যাচে গত ২৩ অক্টোবর, ভারত-পাক ম্যাচটা চলতি বছর ওয়াঘার দুই পাড়ের দেশের শেষ ম্যাচ হয়ে গেল। চলতি বছর এশিয়া কাপে টি-২০তে মোট দু বার ভারত-পাকিস্তান হয়। দুবাইয়ে হওয়া এশিয়া কাপে গ্রুপ লিগে ভারত হারিয়েছিল পাকিস্তানকে, আর প্রতিশোধ তুলে সুপার ৪ পর্বে ভারতকে হারায় পাকিস্তান। সুপার ৪ পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের আর এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি। তাই টি-২০ বিশ্বকাপের মত এশিয়া কাপেও ভারত-পাক ফাইনাল হয়নি। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হল। টিম ইন্ডিয়া জিতল দু বার, পাকিস্তান জিতল দু বার। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপ-দুটোতেই পাকিস্তান ফাইনালে উঠেছে। ভারত সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

রবিবার,১৩ অক্টোবর টি-২০ বিশ্বকeপের ফাইনাল ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে না। এবার তাহলে প্রশ্ন, ভারত-পাক ম্যাচ এরপর কবে হবে। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের যা অবস্থা তাতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কোনও প্রশ্নই নেই। পিসিবি প্রস্তাব দিলেও, ভারত সরকারের একেবারেই সায় না থাকায় ভারত-পাক সিরিজ কোথাও হওয়ার সম্ভাবনা নেই। ক মাস আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারত-পাক সিরিজ নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের দেশে আয়োজন করতে চলেছে। কিন্তু সেই প্রস্তাব শুরুতেই খারিজ করেছে বিসিসিআই। শেষবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয় ২০০৭-৮ সালে । ২০২৩-২৭ পর্যন্ত আইসিসি-র দেওয়া এফটিপি-তে ভারত-পাক সিরিজের উল্লেখ নেই।

আরও পড়ুন-ভারতের বিশ্বকাপ বিদায়ের পর মুখ খুললেন বিরাট, লিখলেন- হতাশা নিয়ে ফিরছেন অস্ট্রেলিয়া থেকে

তাহলে ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব কেবলমাত্র আইসিসি ট্রফি বা এশিয়া কাপের মত টুর্নামেন্টে। আগামী বছর ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আগামী বছর অক্টোবরে ১০টি দেশকে নিয়ে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তানে হতে চলা ২০২৩ এশিয়া কাপে যোগদানে ভারত রাজি না হওয়ায়, পিসিবি হুমকি দিয়েছে বিশ্বকাপ বয়কটের। তাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারত-পাক ম্যাচ আয়োজন হওয়া নিয়ে সংশয় আছে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বয়কট করার বোকামো আর্থিক কারণেই পাকিস্তান করতে পারবে না বলে বিশেষজ্ঞদের মত। আর ভারতে ২০২৩ বিশ্বকাপে গ্রুপ লিগেই রোহিত শর্মা বনাম বাবর আজম ম্যাচ হতে পারে। তবে তার আগে এশিয়া কাপের আয়োজক দেশ নিয়ে জট ছেড়ে যায় তাহলে বিশ্বকাপের আগে একবার ভারত-পাকিস্তান ম্যাচের সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে আগামী কয়েক মাসে ভারত-পাক ম্যাচের আর কোনও সম্ভাবনা নেই।