Cristiano Ronaldo Arrives in Saudi Arabia: সৌদি আরবে পৌঁছে গেলেন রোনাল্ডো, মাঠে নামছেন শুক্রবার থেকে
Cristiano Ronaldo (File Photo)

ম্যানচেস্টার টু মধ্য় প্রাচ্য। ইউরোপ কাঁপিয়ে এবার এশিয়ার ক্লাব ফুটবলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চড়াই উতরাই কেরিয়ারের নতুন স্টেশন। কেরিয়ারের নতুন শুরু করতে সৌদি আরবে পৌঁছে গেলেন ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদির আল নাসের ক্লাবে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে খেলবেন পর্তুগীজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় প্রতি বছর আল নাসের থেকে প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার টাকা পেতে চলেছেন রোনাল্ডো। দুনিয়া কাঁপানো ফুটবলার এখন তাঁর ফুটবল জীবনের সূর্যাস্তের মুখে দাঁড়িয়ে খেলতে এলেন আরব মুলুকে। ম্যানচেস্টার ইউনাইটেডে মরসুমের বেশিরভাগটা সময় রিজার্ভ বেঞ্চে কাটিয়ে ক্লাব কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে ইউরোপ ছাড়তে হয়েছে রোনাল্ডোকে। কাতার বিশ্বকাপে ফ্লপ শোয়ের পর রোনাল্ডোকে নিতে আগ্রহ দেখায়নি ইউরোপের বড় বা মাঝারি কোনও ক্লাব।

অন্যদিকে, বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব থেকে ক্লাব ফুটবল খেলার আকাশছোঁয়া অর্থের প্রস্তাব আসে সিআরসেভেনে কাছে। রোনাল্ডো মানা করেননি। চ্যাম্পিয়ন্স লিগে খেলার মায়াত্যাগ করে, ইউরোপের পত্রপাঠ গুছিয়ে আরবে চলে এলেন রোনাল্ডো। আরও পড়ুন-বিশ্বের সব দেশে হবে পেলের নামে স্টেডিয়াম,আবেদন ফিফা সভাপতি ইনফান্তিনোর

দেখুন টুইট

আজ, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আল নাসের ক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের খেলোয়াড় হিসেবে রোনাল্ডোকে আত্মপ্রকাশ করাবে। সৌদির সময়ে সন্ধ্যা সাতটায় রোনাল্ডো সাত নম্বর জার্সিতে সামনে আনবে আল নাসের। সব ঠিকঠাক থাকলে শুক্রবার থেকেই রোনা