Subhaman Gill Hospitalized Photo Credit: Twitter@cricbuzz

হারারে, ৬ জুলাই:  শুবমন গিলের নেতৃত্বে নেমে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দারুণ বল করলেন ভারতীয় বোলাররা। হারারাতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ১১৫ রান। ভারতের প্রতিশ্রুতিমান স্পিনার রবি বিষ্ণুই মাত্র ১৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। অপর স্পিনার ওয়াশিংটন সুন্দর ১১ রান দিয়ে নিলেন ২টি উইকেট।

সিকান্দার রাজা-রা সেভাবে দাঁড়াতেই পারলেন না ভারতীয় বোলারদের সামনে। ১ উইকেটে ৩৯ থেকে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে ভাল কিছু করার স্বপ্ন নষ্ট হয়ে যায় জিম্বাবোয়ের। ৮নম্বরে নামা উইকেটকিপার ব্যাটার ক্লাইভ মানাদে ২৯ রানের ঝড়ো অপরাজিত ইনিংস না খেললে জিম্বাবোয়ের রান ১০০ পের হত না। জিম্বাবোয়ের মোট ৫ জন ব্যাটার শূন্য রানে আউট হন, একজন অপরাজিত থাকেন শূন্য রানে। বাংলার পেসার মুকেশ কুমার ১টি উইকেট নেন। জিম্বাবোয়ের সবচেয়ে বড় ভরসার অধিনায়ক সিকান্দার রাজা (১৭)-কে আউট করেন আবেশ খান।

দেখুন স্কোরবোর্ড

জয়ের জন্য ১২০ রান করতে হবে, এই শর্তে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হলেন দেশের হয়ে অভিষেক ম্যাচে খেলতে নামা অভিষেক শর্মা। ইনিংসের প্রথম ওভারেই ২০২৪ আইপিএলের হিরো অভিষেককে আউট করেন জিম্বাবোয়ের স্পিনার ব্রায়ান বেনেট। অভিষেকের সঙ্গে ওপেন করতে নেমেছেন অধিনায়ক শুবমন গিল। অভিষেকের আউটের পর নেমেছেন ঋতুরাজ গায়কোয়েড়।

দেখুন ছবিতে

এই ম্য়াচে দেশের জার্সিতে প্রথমবার টি টোয়েন্টি খেলতে নামলেন ভারতের প্রতিশ্রুতিমান তিন ক্রিকেটার- অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। প্রসঙ্গত, বিশ্বকাপ জেতার পরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। খুব সম্ভবত, আগামী দিনে টি টোয়েন্টি বিশ্বকাপে দেশকে পাকাপাকিভাবে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ার পরেই চূড়ান্ত হবে সব কিছু।