ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের (Andre Russell) দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়োজকরা। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৭৭ রান তুলে দারুণ শুরু করে ইংল্যান্ড। ওপেনিংয়ে ফিল সল্ট (Phil Salt) ব্যাট করতে নেমে ৪০ এবং জস বাটলার (Jos Buttler) ৩৯ রান করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ বড় ধাক্কা দেয় ইংল্যান্ডকে এবং দ্রুত উইকেট পড়তে থাকে তাঁদের। পাওয়ার প্লের পর প্রথম বলেই বিপজ্জনক সল্ট রাসেলের প্রথম উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারে ১৭ রান দিয়ে উইল জ্যাকসকে (Will Jacks) আউট করেন জোসেফ। জেসন হোল্ডারের (Jason Holder) বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হ্যারি ব্রুক (Harry Brook)। এরপর গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ১৭১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। যেখানে ৩টি করে উইকেট নেন রাসেল এবং আলজারি। IND vs SA 2nd T20I Result: প্রোটিয়াদের ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে হার সূর্যকুমারের তরুণ ভারতের
এরপর রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ইংল্যান্ড ১৩ রান তুললে ওয়েস্ট ইন্ডিজ একধাপ এগিয়ে যায়। ডাকেটের দুর্দান্ত ক্যাচের পর কিংসের দাপট থেমে গেলেও আয়োজকরা প্রথম ছয় ওভারে ৫৯ রান করে। ৩৫ রান করে কাইল মেয়ার্সকে (Kyle Mayers) ফেরান রশিদ। এরপর শিমরন হেটমায়ারকে (Shimron Hetmyer) আউট করে ১০০তম ম্যাচে শততম উইকেট নেন। পরের ওভারে বৃষ্টি এসে ইংল্যান্ডের ছন্দপতন ঘটায়। এরপর ওয়েস্ট ইন্ডিজের উইকেটে ৬ উইকেটে ১২৩ রানে বিপাকে পড়লে ব্যাটিং করতে আসেন রাসেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই বছরের মধ্যে প্রথম খেলায় বল হাতে মুগ্ধ করার পর যখন রোভম্যান পাওয়েল (Rovman Powell) পরপর ছয় মেরে চাপ কমিয়ে দিয়েছেন। রাসেলের ব্যাটে ভর করে বার্বাডোজে শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ইংল্যান্ডের দেওয়া টার্গেট সহজেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
দেখুন স্কোরকার্ড
The West Indies complete the highest successful men's T20I chase at Kensington Oval in Barbados!
The hosts go 1-0 up in the five-match series against England 🙌#WIvENG scorecard https://t.co/zmihSrks7N pic.twitter.com/Z2cf4YTo7T
— ICC (@ICC) December 13, 2023