WI vs AUS Test Live Streaming (Photo Credit: Windies Cricket/ X)

West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৭ জুন তৃতীয় দিনে মুখোমুখি হবে WI বনাম AUS। বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৯০ রানে আউট হয়ে ১০ রানের লিড নেয়। প্রথম দিনে ১৪টি উইকেট পড়ার পর, দ্বিতীয় দিনে ১০টি উইকেট পড়েছে। এই পিচে অজি স্পিডস্টার মিচেল স্টার্ক (Mitchell Starc) ৩টি এবং প্যাট কামিন্স (Pat Cummins), জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ও বিউ ওয়েবস্টার ২টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়াকে দিনের শেষে খেলাকে ৯২ রানে চার উইকেটে নিয়ে যান হেড। অস্ট্রেলিয়া ৮২ রানের লিডে পুরো এখন হেডের ভরসায়। Alex Carey Controversial Catch Video: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি বিতর্কিত আউট! দেখুন, অ্যালেক্স ক্যারির ক্যাচের ভিডিও

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ রোস্টন চেজ (অধিনায়ক), জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস, শামার জোসেফ।

অস্ট্রেলিয়ার একাদশঃ উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

২৭ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ?

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনের ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।