West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৬ জুন দ্বিতীয় দিনে মুখোমুখি হবে WI বনাম AUS। বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হয়েছে এই ম্যাচ। বার্বাডোসের প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৮০ রানে অলআউট করে দেয়। ওয়েস্ট ইন্ডিয়ান বোলার জেডেন সিলস (Jayden Seales) পাঁচ উইকেট নিয়েছেন ৬০ রানে এবং শামার জোসেফ (Shamar Joseph) প্রথম দুই সেশনে প্রথম ছয় উইকেটের চারটি তুলে নেন। অস্ট্রেলিয়ার দ্রুত উইকেট পড়তে থাকলে হেড ৫৯ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এরপর অস্ট্রেলিয়া পাল্টা আক্রমণ করে চারটি উইকেট তুলে নেয়। বল হাতে মিচেল স্টার্ক (Mitchell Starc) প্রথম দুটি উইকেট নেন। WI vs AUS 1st Test Day 1 Scorecard: বার্বাডোসে পেসারদের রমরমা! প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট; একনজরে স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
Time to rally!🙌🏽#WIvAUS | #FullAhEnergy pic.twitter.com/SN79jxB1CD
— Windies Cricket (@windiescricket) June 25, 2025
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ রোস্টন চেজ (অধিনায়ক), জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, ক্রেইগ ব্র্যাথওয়েট, শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস, শামার জোসেফ।
অস্ট্রেলিয়ার একাদশঃ উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
২৬ জুন বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।