Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ২ নভেম্বর মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া (AUS বনাম IND)। হোবার্টের বেলেরিভ ওভালে (Bellerive Oval, Hobart) আয়োজিত হয় এই ম্যাচ। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৭ রানে টার্গেট তাড়া করতে নেমে, ভারত ভালো শুরু করে। শুরুতে অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৫ রান করেন ১৬ রানে, এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৪ রান করেন ১১ বলে। তিলক ভার্মা (Tilak Varma) ২৬ বলে ২৯ রান করেন। সেখানে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) ৪৯ রানের ইনিংস ভারতের জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস (Nathan Ellis) ৩ উইকেট নেন, এছাড়া প্রিমিয়াম বোলার ছাড়া তাদের দল ছিল ব্যর্থ। AUS vs IND 3rd T20I Live Scorecard: টিম ডেভিড-মার্কাস স্টোইনিসের হাফ সেঞ্চুরিতে অজিদের স্কোর-১৮৬/৬, কোথায় দেখবেন অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় টি২০ ম্যাচের লাইভ স্কোরকার্ড
অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টি২০ ম্যাচের স্কোরকার্ড
All square Down Under with 2 to go 🤜🤛
📸: @BCCI #PlayWithFire | #AUSvIND pic.twitter.com/9hgemcWbxz
— SunRisers Hyderabad (@SunRisers) November 2, 2025
প্রথমে ব্যাট করতে নেমে টিম ডেভিড (Tim David) ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৫টি ছক্কা মারেন। এছাড়া মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) ৩৯ বলে ৬৪ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছক্কা। এছাড়া অন্য কোনও ব্যাটসম্যান কিছুই করতে পারেনি। ভারতের হয়ে অর্শদীপ সিং (Arshdeep Singh) ৩টি এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ২টি করে উইকেট নেন। এর ফলে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে এখন ১-১ সমতায় রয়েছে। আগামী ৬ নভেম্বর গোল্ড কোস্টের বিল পিপেন ওভালে আয়োজিত হবে চতুর্থ ম্যাচ।