Waninidu Hasranga Wickets Video: দেখুন, জিম্বাবয়ের বিপক্ষে কেরিয়ার সেরা ১৭ রানে ৭ উইকেট হাসরাঙ্গার
Sri Lanka Cricket (Photo Credit: Johns./ X)

শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার (Waninidu Hasranga) মাত্র ১৯ রানে ৭ উইকেট সুবাদে জিম্বাবয়েকে আট উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল আয়োজকরা। ছয় মাস হ্যামস্ট্রিং চোটের পর শ্রীলঙ্কার তারকা বোলার তার প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ২৭ ওভারের খেলায় মাত্র ৯৬ রানে গুটিয়ে দেন। ১৭ ওভারেই এই রান তাড়া করে নেয় শ্রীলঙ্কা যেখানে কুশল মেন্ডিস (Kusal Mendis) ৫১ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ম্যাচে জিম্বাবয়ের শুরুটা ভালোই ছিল। কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে জিম্বাবয়ে। কিন্তু হাসারাঙ্গার ফিরে নিয়ে আসাটা সফরকারীদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাঁর দ্বিতীয় ওভারের শেষে গুগলিতেই তিন উইকেট পড়ে যায় এবং জিম্বাবয়ের স্কোর ৩ উইকেটে ৪৭ রান করে। India Defeat Afghanistan: প্রথম T20I-তে আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

২০০৯ সালে ভারতের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুজের (Angelo Mathews) ২০ রানের ৬ উইকেটকে ইনিংসকে ছাপিয়ে আর. প্রেমাদাসা স্টেডিয়ামের হয়ে চতুর্থবার পাঁচ-উইকেট লাভের নতুন রেকর্ড গড়েন। এছাড়া, ২০০১ সালে জিম্বাবয়ের বিপক্ষে চামিন্দা ভাসের (Chaminda Vaas) ১৯ রানের ৮ উইকেটের পর শ্রীলঙ্কার বোলারদের দ্বিতীয় সেরা ওয়ানডে রেকর্ড। তাঁর এই সাফল্যে পুরো মাঠ দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে সম্মান জানায়। ওয়ানডেতে ফিরে এখন টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন হাসারাঙ্গা।

দেখুন হাসরাঙ্গার বোলিং