Jasprit Bumrah and Virat Kohli (Photo Credit: BCCI/ X)

Border Gavaskar Trophy 2024-25: ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) অস্ট্রেলিয়ার দলকে সতর্ক করে বলেছেন যে বিরাট কোহলি (Virat Kohli) বর্ডার গাভাস্কর ট্রফির জন্য ভালভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিশ্চিত করেছেন যে এই তারকা ব্যাটসম্যানকে প্রস্তুতির সময় বেশ ভালো দেখাচ্ছিল। সেই কারণে বিরাটকে নিয়ে প্রথম টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন হিসেবে অনেকটাই আত্মবিশ্বাসী বুমরাহ। ভারতীয় এই পেসার বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ায় তার প্রভাব সম্পর্কে কথা বলেছেন। কেরিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো ভারতকে নেতৃত্ব দিতে যাওয়া এই ফাস্ট বোলার প্রথমবার অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির অধীনে খেলার কথাও মনে করেন। তাঁর ফর্ম নিয়ে শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে তিনি মাত্র ৯৩ রান করেন তিনি যেখানে ভারত ঘরের মাঠে ০-৩ ব্যবধানে পরাজিত হয়। Jasprit Bumrah Press Conference: নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের দুঃস্বপ্ন কাটিয়েই খেলবে ভারত, পার্থ টেস্টের আগে আশ্বাস অধিনায়ক জসপ্রীত বুমরাহর

জসপ্রীত আজ বলেন, 'বিরাট কোহলিকে নিয়ে আমার কিছু বলার নেই। সে এই খেলার অন্যতম সেরা। আমার তাকে বিশেষ কোনো ইনপুট দেওয়ার দরকার নেই।...তার অধীনে আমার অভিষেক হয়েছে। তিনি জানেন তিনি কি করছেন। কিন্তু এই মুহূর্তে তার যে আত্মবিশ্বাস, তিনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি অবদান রাখতে চাইছেন। লক্ষণগুলো শুভ, আমি আর কিছু বলে জিংক্স করতে চাই না।' বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় তার অতীত সাফল্য থেকে আত্মবিশ্বাস পাবেন। এখানে ১৩ টেস্টে ৫৪ গড়ে ৬টি সেঞ্চুরি করেছেন কোহলি। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় একই রকম বাউন্সি ও গতিময় কন্ডিশনে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল কোহলিকে। পার্থে আসার পর থেকেই স্পটলাইটে রয়েছেন এই ব্যাটিং সুপারস্টার। অস্ট্রেলিয়ার একদল সংবাদপত্র কোহলিকে একটি বিশেষ সংখ্যার প্রথম পাতায় রেখে তার জনপ্রিয়তা ও কীর্তিকলাপ নিয়ে লেখালেখি করে।