Flying Kisses to Shami Photo Credit: InstagramICC Cricket World Cup

আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। লখনউয়ের একনা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এই ম্যাচে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া এবং পাশাপাশি ৬ ম্যাচে টানা ৬ জয় নিয়ে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতাও অর্জন করেছে। গতকালের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৫০ ওভারে ২২৯ রানে তাঁদের ইনিংস শেষ করে।২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড দল।

অধিনায়ক রোহিত শর্মা ৮৭ রানের ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তবে অল্প রানের পুঁজি নিয়ে খেলতে নেমে আবার নিজের দুর্দান্ত বোলিং স্পেলে তাঁক লাগিয়ে দেন মহম্মদ শামি।আগের ম্যাচে ৫ উইকেটের পর  শামি আবারও দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেন। শামির ইনকামিং বলে রশিদ বোল্ড হতেই তাঁকে ফ্লাইং কিস দেন বিরাট কোহলি। তারপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে উদযাপন করেন। আই সিসির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা  ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনিও  নীচে দেখতে পারেন

 

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)