India vs Australia 2nd ODI 2020: রাজকোটে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
(Photo Credits: IANS)

রাজকোট, ১৭ জানুয়ারি: India vs Australia ODI 2020- রাজকোটে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) ৩৬ রানে হারিয়ে সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ভারত (India)। সিরিজ এখন ১-১। শামি-সাইনি-জাদেজাদের দাপটে অস্ট্রেলিয়া শেষ হয়ে গেল ৩০৪ রানে। তিন উইকেট নিলেন মহম্মদ শামি৷ ৫২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা কে এল রাহুল ৷ ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর, রাজকোটে ভালো শুরু করে ভারত ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮১ রান ওঠে ৷ প্রথম ম্যাচের পর রাজকোটেও ভালো ব্যাটিং করেন শিখর ধাওয়ান ৷ চার রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর ৷ প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৩৪০৷

ব্যক্তিগত ৪২ রানে রোহিত আউট হওয়ার পর ক্রিজে নামেন অধিনায়ক। নিজের চিরাচরিত পজিশনে নেমে দুরন্ত অর্ধশতরান করেন অধিনায়ক কোহলি৷ অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও ভালো ব্যাটিং শিখরের৷ ৯৬ রান করে আউট হন তিনি ৷ কোহলি করেন ৭৮ রান ৷ পাঁচ নম্বরে নেমেও ব্যাট হাতে ফের চমক দেখালেন লোকেশ রাহুল ৷ দুরন্ত ব্যাটিং করে ব্যক্তিগত ৮০ রানে আউট হন তিনি ৷ প্রথম ম্যাচের মতো রাজকোটেও কোহলিকে আউট করলেন অজি স্পিনার অ্যাডাম জ্যাম্পা ৷ ১০ ওভারে ৩টি উইকেট তুলে নিলেন তিনি৷ পেসার কেন রিচার্ডসন নিলেন ২টি উইকেট। ৫০ ওভারের শেষে ভারতের সংগ্রহ ৩৪০৷ আরওপড়ুন: Hobart International 2020: হোবার্ট ইন্টারন্যাশনালের মহিলা ডাবলসের ফাইনালে সানিয়া মির্জা

জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ২০ রানের মাথায় আউট হন ডেভিড ওয়ার্নার৷ মহম্মদ শামির বলে মনীশ পাণ্ডের দুরন্ত ক্যাচে ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ব্যাক্তিগত ৩৩ রানে আউট করেন রবীন্দ্র জাদেজা৷ ব্যক্তিগত ৪৬ রানে লাবুসচাগনেকে ফেরান জাদেজা। ৪৪ তম ওভারে দুর্দান্ত দু'টি ইয়র্কারে জোড়া উইকেট তুলে নেন মহম্মদ শামি। ওভারের প্রথম বলেই ১৩ রানে টার্নারকে ফেরত পাঠান। দ্বিতীয় ইয়র্কারে ফেরত পাঠান প্যাট কামিন্সকে।