বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বরেকর্ড। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের ইনিংস গড শনিবার হায়দারাবাদ টি-২০-তে ভেঙে গেল সব রেকর্ড। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে করল ৬ উইকেটে ২৯৭। হ্যাঁ, ১২০ বলের খেলায় টিম ইন্ডিয়া করে বসল ২৯৭ রান। সঞ্ডু স্যামসনের ৪০ বলে সেঞ্চুরি, সূর্যকমার যাদবের দুরন্ত ৭৫ আর হার্দিক পাণ্ডিয়া (১৮ বলে ৪৭)-রিয়ান পরাগ (১৩ বলে ৩৪)-র শেষবেলার ঝড়ে টেস্ট খেলিয়ে দলের মধ্যে আন্তর্জাতিক টি-২০ সবচেয়ে বেশী রানের ইনিংসের নজির গড়ল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। গত বছর নেপাল টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গোলিয়ার বিরুদ্ধে করেছিল ৩১৩ রান। তবে নেপাল বা মঙ্গোলিয়া টেস্ট খেলিয়ে দেশ নয়। এতদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিতেটে টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে এক ইনিংসে সর্বাধিক রানের ইনিংসের নজির ছিল আফগানিস্তানের।
২০১৯ সালে দেরাদুনের ছোট্ট মাঠে আফগানরা আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছিল ৩ উইকেটে ২৭৮ রান। সূর্যকুমার যাদবের দল এই রানটা ১৮.৪ ওভারেই টপকে গিয়েছিল। ইনিংসের শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকান সঞ্জু। তবু একটুর জন্য আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের টি-২০ ক্রিকেটের প্রথম ত্রিশতরানটা হল না।
সব রেকর্ড ভেঙে চুরমার
A six from the birthday boy to finish the innings off in style! 🥳#TeamIndia finish with 297/6 on board 🔥
Live - https://t.co/ldfcwtHGSC#TeamIndia | #INDvBAN | @rinkusingh235 | @IDFCFIRSTBank pic.twitter.com/HkaIzoR0Kh
— BCCI (@BCCI) October 12, 2024
সঞ্জু এক ওভারে পরপর পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকান
4️⃣4️⃣4️⃣4️⃣ in an over🔥
6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣ in an over 🔥🔥
Century from just 40 balls 💯#SanjuSamson 🫶🫶#INDvsBAN pic.twitter.com/jM6NI2iuyx
— kanak (@kanak30302869) October 12, 2024
২০ ওভারের ইনিংসে ভারতীয় ব্যাটাররা মারলেন মোট ২২টি ওভার বাউন্ডারি ও ২৫টি বাউন্ডারি। বাংলাদেশের পেসার তানজিম সাকিব দিলেন ৪ ওভারে ৬৬ রান।