তিরুবন্তপুরম: ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হোয়াইটওয়াশ করে একদিনের ম্যাচের সিরিজ জিতল ভারত (India)। রবিবার কেরলের (Kerala) তিরুবন্তপুরমে আয়োজিত তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে (beat) জয়ী হল তারা।পাশাপাশি রেকর্ড গড়ে ৩১৭ রানে জিতে ফেলল একদিনের সিরিজ। কারণ এর আগে কেউ এত রানে জিততে পারেনি।
ওয়ানডে ক্রিকেটে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা খেলে ফেললেন বিরাট কোহলি। ইনিংসের ১৫.৩ ওভারে ক্রিজে নেমেও কোহলি শেষ অবধি ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। রবিবার তিরুবন্ততপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে কোহলি ও শুবমন গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করল ৩৯০ রান। কোহলির অবিশ্বাস্য ইনিংস সাজানো ছিল ১৩টা বাউন্ডারি, ৮টা ওভর বাউন্ডারি দিয়ে। ওয়ানডে-তে বিরাটের এটি পঞ্চম দেড়শো প্লাস রানের ইনিংস। এদিন, তাঁর ৬৬টা রান করতে বিরাট নেন মাত্র ২৫টা বল।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৪তম এবং ওয়ানডে-তে ৪৬তম সেঞ্চুরিটা করে ফেললেন কোহলি। ওয়ানডে-তে সচিন তেন্ডুলকর (৪৯)-এর সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড থেকে বিরাট আর মাত্র তিন ধাপ দূরে। চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গুয়াহাটিতে বিরাট করেছিলেন ১১৩ , এরপর তৃতীয় খেলায় কেরলে করলেন ১৬৬ অপরাজিত। চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বিরাট। ফলে শেষ চারটে ওয়ানডে ইনিংসের তিনটেতে সেঞ্চুরি করলেন বিরাট। যেখানে চট্টগ্রামে তিন বছর পর ওয়ানডে-তে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।
এর আগে অসমের গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে ৬৭ রানে ও পশ্চিমবঙ্গের কলকাতাতে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে জয়ী হয়েছিল ভারত। আরও পডুন: Virat Kohli: ১৬৬ অপরাজিত বিরাটের, শেষ চারটে ইনিংসে তিনটে ওয়ানডে সেঞ্চুরি কোহলির, কেরলে ভারতের ৩৯০
3rd ODI: India beat Sri Lanka by 317 runs, sweep the series by 3-0
— ANI (@ANI) January 15, 2023