আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুধু ক্রিকেট প্রেমীদের মধ্যেই নয়, চট্টগ্রামের খবর সারা দিনই বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গভীর রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি জরুরি সভা ডাকার সাথে সাথে ঘটনা আরেকটি মোড় নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাজমুল তামিমকে অবসর থেকে ফেরার আহ্বান জানান। তার মতে, বিসিবির দৃষ্টিতে তামিম এখনও ওয়ানডে অধিনায়ক হলেও কোনো কারণে বাঁহাতি এই ব্যাটসম্যান অধিনায়কত্ব চালিয়ে না গেলে লিটন কুমার দাসদলের নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, 'তামিমকে নিয়ে আমাদের পরিকল্পনা তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসা। তিনি আমাদের কাছে পদত্যাগপত্র জমা দেননি।' Tamim Iqbal Retires: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় তামিম ইকবালের
সকাল থেকে চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বোর্ড সভাপতি। তামিমের বড় ভাই ও জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করেন তিনি। বাংলাদেশ সংবাদপত্র প্রথম আলোর খবর অনুসারে, বিসিবি প্রধান দাবি করেন, তামিম তার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম। তাই হঠাৎ এই সিদ্ধান্ত নাজমুলকে বিস্মিত করেছে। BAN ODI Captain: সরেছেন তামিম, বাকী আফগান সিরিজের নেতৃত্বে লিটন দাস
🚨➡️ BCB WANTS TAMIM IQBAL TO RETURN.
🗣️ BCB President is trying to contact Tamim Iqbal since morning, but he hasn't responded to any phone calls.
BCB President then went on to send a text message to Team manager & brother Nafees Iqbal.
📲 The text message says:
"Please… pic.twitter.com/SS6ibs3Zmr
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) July 6, 2023
আজকের সংবাদ সম্মেলনে তামিম ইকবালের বিষয়ে জানতে চাইলে লিটন দাস বলেন,'তামিম ইকবালের অবসর যদি আজকের সংবাদ সম্মেলনের আলোচ্যসূচি হয়, তাহলে আমার পরিবর্তে বোর্ড সভাপতিকে এখানে রাখা ভালো। আমার চলে যাওয়াই ভালো'। তিনি আরও যোগ করেন, 'আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। পেছনে ফিরে তাকানোর কোনো মানে হয় না। আমরা আগের মতো একই দল, তামিম ইকবাল যদি চোটের শিকার হতেন, তাহলে কি আপনাদেরও একই প্রশ্ন থাকবে? যাই ঘটুক না কেন, দেশ সবার আগে আসে।'
🎙️| Litton Das when asked about Tamim Iqbal’s issue:
“If Tamim Iqbal’s retirement is the agenda of today’s press conference, then it’s better to have the board president here instead of me. I better leave.”
“We have to look at the future. No point looking back. We are the… pic.twitter.com/T3zR2WZFCg
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) July 7, 2023
এরপর লিটন দাস তামিম ইকবালের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'আমরা একসঙ্গে ব্যাটিং করেছি, ড্রেসিংরুম ভাগ করে নিয়েছি। একসঙ্গে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না তুমি আর খেলবে না। তোমাকে খুব মিস করব ভাই। তোমার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা।'
We batted together, shared dressing room. Had a lot of memory together. Can't believe you will not play for 🇧🇩 anymore. 💔
Will miss you badly vai. All the best for your future life. #ThankYouTamimIqbal #LKD16 pic.twitter.com/yEYbjJw6U7
— Litton Das (@LittonOfficial) July 7, 2023