SA 2023 League (Photo Credit: ICC/ Twitter)

SA20 লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape) ও প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals)। দুই দলই চাইবে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিজেদের সেরাটা দিতে। সানরাইজার্স ইস্টার্ন কেপের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় নায়ক এডেন মার্করাম (Aiden Markram), অন্যদিকে প্রিটোরিয়া ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন ওয়েন পার্নেল (Wayne Parnell)। দু'দলেরই পাওয়ার হিটার থাকলেও প্রিটোরিয়া ক্যাপিটালসে রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটার। উইলিয়াম জ্যাকস (William Jacks) ও রাইলি রোসু (Rilee Rossouw) ম্যাচ জয়ে বড় ভূমিকা পালন করবে। আইরিশ বোলার জশুয়া লিটল (Joshua Little) ও অ্যানরিচ নর্টজে (Anrich Nortje) তাদের বোলিং লাইনআপকে শক্তিশালী করেছে। সানরাইজার্স ইস্টার্ন কেপেরও মার্করামের মতো বড় নাম রয়েছে, এছাড়া দলে রয়েছেন তরুণ ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs), আর বোলিং সেনসেশন মার্কো জ্যানসেন (Marco Jansen)।

কবে, কোথায় আয়োজিত হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস?

১২ জানুয়ারি, সেন্ট জর্জেস পার্ক, জিকেবেরহাতে (St George's Park, Gqeberha) সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস?

এসএ২০ ২০২৩-এর সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম প্রিটোরিয়া ক্যাপিটালস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।