২১ জানুয়ারি শনিবার সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape) ও জোবার্গ সুপার কিংসের (Joburg Super Kings) মধ্যকার এসএ২০ (SA20)- এর ১৭ নম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে জিকেবেরহার সেন্ট জর্জেস পার্কে (St George's Park, Gqeberha)। এডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বাধীন সানরাইজার্স এই টুর্নামেন্টে শুরুটা করেছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) কাছে পরপর হার দিয়ে। তবে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। গত ১৯ জানুয়ারি পারল রয়্যালসকে (Paarl Royals) ৫ উইকেটে হারায় তারা। অন্যদিকে কুইন্টন ডি ককের (Quinton de Kock) ডারবানের সুপার জায়ান্টসকে ( Durban’s Super Giants) ১৬ রানে হারিয়ে শুরু করে ফাফ ডু প্লেসিসের (Faf du Plessis) নেতৃত্বাধীন সুপার কিংস। কিন্তু শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে হার তাদের নীচের দিকে ঠেলে দিয়েছে। আগের ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছিল তারা।
কবে, কোথায় আয়োজিত হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের খেলা?
২১ জানুয়ারি, জিকেবেরহার সেন্ট জর্জেস পার্কে (St George's Park, Gqeberha) সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের খেলা?
এসএ২০ ২০২৩-এর সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।
Will it be a ??????? night or a ?????? night at St George's Park?@SunrisersEC ? vs @JSKSA20 ?
Watch the #SECvJSK action
?️: Today
⏰: 8:30 pm
??: LIVE on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil ? ?#SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/36WkWkXvBK
— JioCinema (@JioCinema) January 21, 2023