কোহলিকে সরিয়ে শীর্ষে ফিরলেন স্মিথ। (Photo Credits: Getty Images)

দুবাই, ৩ সেপ্টেম্বর:  ICC Rankings: আইসিসি-টেস্ট Ranking-এ ব্য়াটসম্য়ানদের তালিকায় সিংহাসনে পরিবর্তন। ভারতের অধিনায়ক-মহাতারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি টেস্ট Ranking শীর্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ। স্মিথের মহাকাব্যিক প্রত্য়াবর্তনের পর থেকেই কোহলির সিংহাসন টলমল করছিল। দুজনের পয়েন্টের ব্যবধানে ক্রমশ কমে আসছিল, অবশেষে গতকাল জামাইকা টেস্টে দ্বিতীয় ইনিংসে প্রথম বলে আউট হওয়ার জন্য কোহলিকে সিংহাসন হারাতে হল। হেডিংলিতে চোটের কারণে অ্য়াসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও কোহলির শূন্যতাই স্মিথকে সিংহাসন ফিরিয়ে দিল। গত বছর কেপটাউনে বল বিকৃতি কাণ্ডে সাসপেন্ড হওয়ার আগে স্মিথই টেস্ট শীর্ষে ছিলেন। তারপর স্মিথ না খেলতে পারায় কোহলি ভাল খেলে সিংহাসন দখল করেন।

২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ অগাস্ট পর্যন্ত স্মিথই টেস্টে আইসিসি Ranking-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ছিলেন। নির্বাসন কাটিয়ে ফিরে অবিশ্বাস্য ব্যাটিং করছেন স্মিথ। নির্বাসন থেকে ফিরে অ্যাসেজ টেস্টের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে দলকে জেতান স্মিথ। দ্বিতীয় টেস্টে লর্ডসে করেন ৯২ রান। টেস্টে এখন স্মিথের ব্য়াটিং গড় ৬৩.২। আরও পড়ুন-'ব্যাটসম্যান বিরাট'এর আড়ালে ঢাকা 'ক্যাপ্টেন কোহলি'ও অমরত্বের পথে

আগামিকাল, অ্য়াসেজ সিরিজের তৃতীয় টেস্টে চোট সারিয়ে খেলতে নামছেন স্মিথ। সেখানে ভাল খেললে শীর্ষস্থানটা আরও মজবুত করার সুযোগ পাচ্ছেন স্মিথ। অন্যদিকে, কোহলি ফের টেস্ট খেলতে নামবেন অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে। কোহলি শীর্ষস্থান হারানোর মাঝে আজিঙ্কা রাহানে প্রথম দশে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলে রাহানে ১১ থেকে সাত নম্বরে উঠলে এলেন।

জামাইকায় দুরন্ত জয়ের পর টেস্ট সিরিজে ২-০ দখলের আনন্দের মাঝে এই খারাপ খবরটা শুনতে হল কোহলিকে। যদিও Ranking হল সাপ লুডোর খেলা। আগামিকাল, থেকে