দেশের মাটিতে শ্রীলঙ্কা-কে দুই টেস্টের সিরিজে ২-০ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়ে আরও এক পা এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে বাংলাদেশকে ২-০ হারানোর পর, দেশের মাটিতে প্রোটিয়ারা ২-০ হারাল শ্রীলঙ্কাকে। এদিন শ্রীলঙ্কাকে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল তেম্বা বাভুমা - (৬৩.৩৩ শতাংশ)-র দল। ডারবানে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছিলেন বাভুমারা।
প্রোটিয়াদের ২-০ জয়ে দুইয়ে নেমে গেল অস্ট্রেলিয়া (৬০.৭১%)। সেখানে তিনে আছে টিম ইন্ডিয়া (৫৭.২৯%)। পয়েন্ট তালিকার প্রথম দুটি দলকে নিয়ে জুনে লর্ডসে হবে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। WTC-র পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৪৫.৪৫%), ইংল্যান্ড (৪৫.২৪%) ও নিউ জিল্যান্ড (৪৪.২৩%)।
এরপর ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ন পাকিস্তানের বিরুদ্ধে দু টেস্টের সিরিজে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ১-০ জিতলেও ফাইনালে উঠে যাবেন বাভুমা-রা। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ভারতকে বাকি বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্টে অপরাজিত থেকে অন্তত দুটিতে জিততেই হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এর পয়েন্ট তালিকা
১) দক্ষিণ আফ্রিকা (৬৩.৩৩)
২) অস্ট্রেলিয়া (৬০.৭১)
৩) ভারত (৫৭.২৯)
৪) শ্রীলঙ্কা (৪৫.৪৫%)
৫) ইংল্যান্ড (৪৫.২৪%)
৬) নিউ জিল্যান্ড (৪৪.২৩%)
৭) পাকিস্তান (৩৩.৩৩%)
৮) বাংলাদেশ (৩১.২৫%)
৯) ওয়েস্ট ইন্ডিজ (২৪.২৪%)