Sourav Ganguly Set To Be Next BCCI President- বোর্ড সভাপতি নির্বাচনে রাতে একপ্রস্থ নাটক। আর তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি-র নাম কার্যত নিশ্চিত হয়ে গেল। আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভের বিসিসিআই সভাপতি হওয়া কার্যত নিশ্চিত। এমন খবরই প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে। রবিবার বোর্ডের সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দাদা। আজ আর কেউ মনোনয়ন জমা দিচ্ছেন না। ফলে বাংলার মহারাজের ভারতীয় ক্রিকেটের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক থেকে একেবারে বোর্ড প্রেসিডেন্ট হয়ে যাওয়া-সৌরভ গাঙ্গুলির সফল কেরিয়ারের বৃত্ত একেবারে সম্পূর্ণ হতে চলেছে। অন্তত সংবাদমাধ্যমে এমনই প্রকাশ।
জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya)-র পর বাংলা থেকে ফের কেউ দেশের সবচেয়ে ধনীতম বোর্ডের সর্বোচ্চ পদে বসতে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১১ বছরের মধ্যে একেবারে বোর্ডের সিংহাসনে বসতে চলেছেন বাংলার মহারাজ। সৌরভ গাঙ্গুলি হতে চলেছেন বিসিসিআই সভাপতি, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ (Jay Shah) হতে চলেছেন নতুন সচিব। আরও পড়ুন-ঋদ্ধিমান 'সুপারম্যান' সাহা: ঋদ্ধির দুরন্ত ক্যাচে মুগ্ধ বাইশ গজের দুনিয়া থেকে নেটিজেনরা
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধামাল হতে চলেছেন বোর্ডের নতুন কোষাধ্যক্ষ। দশ মাসের জন্য বোর্ড সভাপতি হবেন সৌরভ। তারপর নিয়ম অনুযায়ী তিন বছরের বাধ্যতামূলক 'কুলিং অফ'-এর জন্য ১০ মাস পর দাদাকে সরে যেতে হবে। আজ, সোমবার বোর্ডের সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, তবে নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ আর কেউ প্রার্থী হচ্ছেন না। বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে ব্রিজেশ প্যাটেল অনেকটা এগিয়ে ছিলেন। কিন্তু শনিবার দিল্লিতে অমিত শাহ-র সঙ্গে বৈঠকের পর সৌরভের সভাপতি হওয়া অনেকটাই নিশ্চিত হয় বলে খবরে প্রকাশ।