Shreyas Iyer (Photo Credit: Star Sports/ X)

কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে তৃতীয়বার আইপিএলের (IPL 2024) খেতাব এনে দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-কে এবার পঞ্জাব কিংস (Pujnab Kings) ফ্র্য়াঞ্চাইজি নেতৃত্ব দিতে দেখা যাবে। সলমন খানের বিগ বস শোয়ে এই ঘোষণা করা হবে বলে খবর। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঠিক হয়ে গিয়েছে বিয়য়টি। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় ক মাস আগে আইপিএলের নিলামে শ্রেয়সকে কিনেছিল পঞ্জাব। গতবার আইপিএলে খেতাব জেতার পর কলকাতা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করায়, নিলামে তাঁকে আর ধরে রাখেনি শাহরুখ খানের দল।

চাই অধরা মাধুরী

একবারও আইপিএল জিততে না পারা প্রীতি জিন্টা ট্রফি আনতে এবার শাহরুখের সদ্য প্রাক্তন অধিনায়ক শ্রেয়সকেই নেতৃত্বে আনলেন। শ্রেয়স আইয়ারদের কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং-কে। শ্রেয়স এর আগে কলকাতার পাশাপাশি দিল্লিতেও নেতৃত্বে ছিলেন।

অতীতে পঞ্জাবের বহু তারকা অধিনায়করা কাপ এনে দিতে পারেননি

দশ বছর পর কলকাতাকে আইপিএল জেতানো শ্রেয়সের কাছে এবার পঞ্জাবের অভিষেক ট্রফি এনে দেওয়ার চ্য়ালেঞ্জ। গতবার পঞ্জাব কিংসের নেতৃত্ব দিতে ব্যর্থ হন শিখর ধাওয়ান। ধাওয়ান সরে গেলে স্যাম কুরান ও জীতেশ শর্মা অস্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কেএল রাহুল থেকে রবিচন্দ্রন অশ্বিন, যুবরাজ সিং থেকে বীরেন্দ্র সেওয়াগ, কুমারা সাঙ্গাকারা থেকে মাহেলা জয়বর্ধনে মুরলী বিজয়-রা পঞ্জাবের অধিনায়কত্ব করলেও কেউই প্রীতি জিন্টাকে কাপ এনে দিতে পারেননি।

পঞ্জাবের নেতৃত্বে শ্রেয়স

এবার পঞ্জাবে তারকা ক্রিকেটাররা

এবার শ্রেয়স আইয়ারের পাশাাপশি গ্লেন ম্যাক্সওয়েল থেকে আর্শদীপ সিং, মার্কস স্টোয়নিস থেকে মার্কো জেনসন, যুজবেন্দ্র চাহালের মত তারকারা এবার পঞ্জাব কিংসে আছেন।