Shoaib Akhtar Takes a Dig at Sourav Ganguly: পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত বিলবোর্ড ঝাপসা করে বিতর্কে সৌরভ গাঙ্গুলি, খোঁচা শোয়েব আখতারের
Shoaib Akhtar, Sourav Ganguly (Photo Credits: Getty Images. IANS)

সম্প্রতি আইপিএল-র প্রস্তুতি খতিয়ে দেখতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। পরে মাঠ পরিদর্শনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোষ্ট করেন সৌরভ। আর সেখানকার একটি ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন সৌরভ। তাঁর পেছনের বিলবোর্ডে পাকিস্তানি ক্রিকেটারের ছবি ছিল। কিন্তু ছবিটি এডিট করে ঝাপসা করে দেন সৌরভ। এই ছবি ঝাপসা করে দেওয়ারা কারণে বিসিসিআই প্রেসিডেন্টকে খোঁচা দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)।

গতরাতে তিনি টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবির ক্যাপসনে শোয়েব লিখেছেন, "আমাদের স্মৃতি 'ঝাপসা' নয়, না আমাদের ছবি। ক্যাপ্টেন কুল যখন দেখছেন তখন ছক্কা মারার চেষ্টা করছি।" আরও পড়ুন: Delhi Capitals vs Kings XI Punjab: আইপিএল-র দ্বিতীয় ম্যাচে আজ দিল্লি বনাম পঞ্জাব, দেখে নিন দুবাইয়ের আবহাওয়া, পিচ রিপোর্ট ও সম্ভাব্য একাদশ

 

 

View this post on Instagram

 

Famous Sharjah stadium all set to host IPL 2020

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

দীর্ঘদিন ধরেই শারজা ক্রিকেট স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সে কারণে স্টেডিয়ামে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত বিলবোর্ড বসিয়েছে আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড। ওই বিল বোর্ডে রশিদ লতিফ, জাভেদ মিঁঞাদাদ, মিসবা উল হক ও অন্য ক্রিকেটারদের ছবি রয়েছে। পাকিস্তানি ক্রিকেটারের সেই ছবি অস্পষ্ট করে পাকিস্তান এবং ভারতের পুরনো বৈরিতা যেন নতুন করে উসকে দিলেন সৌরভ। এক দশকেরও বেশি হয়ে গেল দুই দেশ কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি। ২০০৮ সাল বাদ দিয়ে এই মরসুম পর্যন্ত কোনও পাকিস্তানি ক্রিকেটার আইপিএল খেলেননি।