Pakistan Cricket Team (Photo Credits: Twitter/@PCB)

করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত আরও এক পাকিস্তানি ক্রিকেটার (Pakistani Cricketer)। নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ (new zealand vs pakistan 2020) হওয়া নিয়ে আশঙ্কার মেঘ। মোট ৭ জন পাকিস্তানি ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হলেন। কোয়ারান্টিন বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ইতিমধ্যে পাকিস্তান দলকে চূড়ান্ত সতর্কতা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ডে পা রাখার একদিন পরই পাকিস্তানের ৬ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হন।

পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কোয়ারান্টিন বিধিনিষেধ আর একজন ক্রিকেটার লঙ্ঘন করলে সিরিজ জলে চলে যাবে। তিনদিনের কোয়ারেন্টিন শেষে শুক্রবার থেকে অনুশীলন শুরু করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বিধি ভঙ্গ করায়, বৃহস্পতিবার থেকে আবারো নতুন করে তিন দিনের কোয়ারেন্টিন শুরু হয়েছে।আরও পড়ুন: David Warner Ties Hardik Pandya's Shoelaces: হার্দিক পান্ডিয়া জুতোর ফিতে বেঁধে দিলেন ডেভিড ওয়ার্নার, স্পোর্টসম্যান স্পিরিটে মন জিতলেন ক্রিকেট প্রেমীদের

১৮ ডিসেম্বর থেকে টি টিয়োন্টি দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। ২০ ও ২২ ডিসেম্বর আরও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট, ৩ জানুযারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।