David Warner Ties Hardik Pandya's Shoelaces: হার্দিক পান্ডিয়া জুতোর ফিতে বেঁধে দিলেন ডেভিড ওয়ার্নার, স্পোর্টসম্যান স্পিরিটে মন জিতলেন ক্রিকেট প্রেমীদের
David Warner & Hardik Pandya (Photo Credits: Twitter)

সিডনিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার (India vs Australia 1st ODI 2020) কাছে ৬৬ রানে হেরেছে ভারত। তবে শুধু খেলাতেই জেতা নয়, স্পোর্টসম্যান স্পিরিটও ক্রিকেট প্রেমীদের মন জিতল অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালীন ভারতীয় ও অস্ট্রেলিয়ান প্লেয়াররা একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে পারে, তবে তাঁদের মধ্যে যে উষ্ণ সম্পর্ক রয়েছে তা আবারও প্রকাশ পেল। এই উষ্ণ সম্পর্কের জন্য দায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

আজ ভারতের সামনে ৩৭৫ রানের লক্ষ্য রাখে অজিরা। ফিঞ্চ এবং স্মিথের জোড়া সেঞ্চুরিতে ভর করে অজিরা গুঁড়িয়ে দেয় ভারতীয় পেস অ্যাটাক। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কোহলিরা। ২১ রানের মাথায় কোহলি আউট হতেই ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণকে বিপর্যস্ত করে ভারতকে জয় আনার কাজ চালাচ্ছিলেন তিনি। ম্যাচ চলাকালীন হার্দিকের জুতোর ফিতে আলগা হয়ে যায়। দৌড়ে এসে সেই ফিতে বেঁধে দিয়ে যান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner)। আর সেই দৃশ্য মন জিতেছে ক্রিকেট প্রেমীদের। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ভিডিয়ো টুইটারে শেয়ার করেছে। ক্যাপশনে তারা লিখেছে, "Over, under, in and out; that's what shoe-tying's all about #AUSvIND।" আরও পড়ুন: India vs Australia 1st ODI 2020: সিডনিতে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হারল ভারত

ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট মানেই উত্তেজনা, সেখানে থাকবে মানসিক চাপ, স্লেজিং, খোঁচা দেওয়া। অতীতে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে আজকর ছবি বলে দিচ্ছে পরিস্থিতি বদলেছে। আর সেই কারণে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা।