দেশজুড়ে চলা দশেরার ঝলমলে আলোর মাঝে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকালেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। যার প্রতিভা, যোগ্যতা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু তাঁকে সেভাবে সুযোগ দেওয়া হয় না বলে বারবার অভিযোগ ওঠে। ৪০ বলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করেন কেরলের তারকা উইকেটকিপার। এদিন সঞ্জুর ১১১ রানের ইনিংসটি সাজানো ছিল ১১টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি দিয়ে। ২৯ বছরের সঞ্জু তাঁর ৩৩তম আন্তর্জাতিক টি২০-তে নেমে সেঞ্চুরি পেলেন। তাঁর আগে আন্তর্জাতিক টি-২০-তে তাঁর ২টি হাফ সেঞ্চুরি ছিল। ওয়ানডে ও টি-২০ মিলিয়ে সঞ্জুর এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত বছর পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে সেঞ্চুরি করেছিলেন সঞ্জু।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সঞ্জু। রোহিত শর্মা ২০১৭ সালে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম তিন অঙ্কের ইনিংস খেলার নজির গড়েছিলেন। আরও পড়ুন- ২৯৭ রান করে রেকর্ড টিম ইন্ডিয়ার
সঞ্জুর কীর্তি
4️⃣4️⃣4️⃣4️⃣ in an over🔥
6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣ in an over 🔥🔥
Century from just 40 balls 💯#SanjuSamson 🫶🫶#INDvsBAN pic.twitter.com/jM6NI2iuyx
— kanak (@kanak30302869) October 12, 2024
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানো ভারতের প্রথম উইকেটকিপার হওয়ার নজির গড়লেন সঞ্জু স্যামসন। একটি ওভারে পরপর চার বলে চারটি বাউন্ডারি, তারপর পরপর ওভারের পাঁচ বলে পাঁচটা ওভার বাউন্ডারি হাঁকান সঞ্জু। রাজস্থান রয়্যালসের জার্সিতে যেটা নিয়মিত আইপিএলে করে থাকেন, সেটাই করে দেখালেন কেরলের তারকা উইকেটকিপার-ব্যাটার।
এদিন, শুরুতে অভিষেক শর্মা (৪) আউট হয়ে যাওয়ার পর তিনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ঝড় তুলতে শুরু করেন সঞ্জু। বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন কেরলের তারকা উইকেটকিপার-ব্যাটার। সূর্যকুমার যাদবও সঞ্জুর শটের ফুলঝুড়ির পার্টিতে যোগ দেন।
টি-২০-তে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি সঞ্জুর
Maiden T20I CENTURY for Sanju Samson! 🥳
What an exhilarating knock from the #TeamIndia opener 👏👏
That's the 2nd Fastest T20I century for India after Rohit Sharma 👌👌
Live - https://t.co/ldfcwtHGSC#INDvBAN | @IamSanjuSamson | @IDFCFIRSTBank pic.twitter.com/OUleJIEfvp
— BCCI (@BCCI) October 12, 2024
দ্বিতীয় উইকেটে সঞ্জু-সূর্য ৬৯ বলে ১৭৩ রান যোগ করেন। সঞ্জুর আউটের পরই ৩৫ বলে ব্যক্তিগত ৭৫ রানে আউট হন সূর্যকুমার। মাত্র ১৬.৩ ওভারেই আড়াইশো রানের গণ্ডি টপকে যায় টিম ইন্ডিয়া।