১৮ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব শেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs AUS) বাকি দুটি ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে তাঁকে সহ অধিনায়ক করা হল। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছেন। দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্কে রাহানে। রোহিত দলে যোগ দেওয়ার আগে সহ অধিনায়ক করা হয়েছিল চেতেশ্বর পূজারাকে। অন্যদিকে উমেশ যাদবের পরিবর্তে দলে এলেন টি নটরাজন (T Natarajan)। এর আগে দ্বিতীয় টেস্টের আগে মহম্মদ শামির পরিবর্ত হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন শারদুল ঠাকুর।
বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, মেলবোর্নে দ্বিতীয় বর্ডার-গাভাস্কার টেস্টের ৩ য় দিন বাম পায়ের পেশীতে চোট পেয়েছেন উমেশ যাদব। বাকি দুই টেস্ট ম্যাচের আগে এই ফাস্ট বোলার পুরোপুরি সেরে উঠবেন না এবং তাই তিনি সিরিজ থেকে বাদ পড়লেন। সিনিয়র নির্বাচন কমিটি টি নটরাজনকে যাদবের বদলি হিসাবে নাম দিয়েছে। আরও পড়ুন: Latest ICC Test Rankings: স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে টপকে আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে কেন উইলিয়ামসন
জানা যাচ্ছে, মহম্মদ শামি এবং উমেশ যাদব দু'জনই চোটমুক্ত হতে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন।