Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ (ODI Series)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ২৫ অক্টোবর সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (Sydney Cricket Ground, Sydney) মুখোমুখি হয় AUS বনাম IND। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অপরাজিত ১৬৮ রানের জুটির সুবাদে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে নয় উইকেটের জয় পেয়েছে। ২৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুভমান গিল (Shubman Gill) জশ হ্যাজেলউডের (Josh Hazlewood) বলে ২৪ রানে আউট হলে রোহিত-বিরাটের জুটি ছিল ম্যাচের হাইলাইট। এই রেকর্ড ভাঙা জুটি ছাড়া কোহলি কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোরার হয়েছেন। অন্যদিকে, রোহিত তার কেরিয়ারের ৫০তম সেঞ্চুরি করেছেন। Rohit Sharma Century: আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি রোহিত শর্মার
অস্ট্রেলিয়া বনাম ভারত, তৃতীয় ওয়ানডে ম্যাচ
Rohit Sharma and Virat Kohli lead India to a win in the final ODI 👌#AUSvIND 📝: https://t.co/gElymMZSKE pic.twitter.com/Jd3tdWT6RW
— ICC (@ICC) October 25, 2025
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। সিডনিতে হর্ষিত রানার (Harshit Rana) ৪ উইকেটের সুবাদে অজিরা মাত্র ২৩৬ রানে অলআউট হয়ে যায়। এছাড়া ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-এর ২ উইকেটের ৪৬.২ ওভারে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। তাদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ম্যাথু রেনশ (Matt Renshaw)। এখানে উল্লেখ্য, এটি তার কেরিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি। এছাড়া অধিনায়ক মার্শ ৪১ রানের ইনিংস খেলেন। অজিরা এই ম্যাচে ভালো শুরু করে কিন্তু মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বিস্ফোরক ব্যাটসম্যান ট্রাভিস হেডকে (Travis Head) ২৯ রানে আউট করে মোমেন্টাম ভাঙেন। এরপর অক্ষর প্যাটেল (Axar Patel) অজি অধিনায়ককে আউট করেন।