বর্তমান বিসিসিআই সচিব (BCCI Secretary) আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন ফলে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে জয় শাহের (Jay Shah) পরে কে দায়িত্ব নেবেন, সেই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে মনে হচ্ছে অভ্যন্তরীণভাবে বিসিসিআই ইতিমধ্যেই জয়ের শাহের পরিবর্তে কাকে নেওয়া হবে সেটি বেছে নিয়েছে। সম্প্রতি প্রকাশিত দৈনিক ভাস্করের খবর অনুসারে, দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রোহন জেটলিই (Rohan Jaitley) এই পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন গত চার বছর ধরে ডিডিসিএ-র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সম্প্রতি দিল্লি অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে রোহন জেটলি তফসিলি জাতি ও দিল্লি হাইকোর্ট মামলায় আইনজীবী হন। চলতি বছরের গোড়ায় তাঁকে দিল্লি হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সেলে তাঁর নাম দেওয়া হয়। Jay Shah Funny Memes Viral: আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহ, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিমস
২০২০ সালে ডিডিসিএ-র সভাপতি নির্বাচিত হওয়ার পর বাবার মতোই ক্রিকেট প্রশাসনের দায়িত্ব নেন রোহন। এর আগে, তাঁর প্রয়াত বাবা, যার নামে দিল্লি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে, ১৪ বছর ডিডিসিএ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বিসিসিআই সচিবের পদে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা বর্তমান বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, মহারাষ্ট্র বিজেপির হেভিওয়েট ও বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া, পঞ্জাবের দিলশের খান্না, গোয়ার বিপুল ফাড়কে এবং ছত্তিশগড়ের আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য প্রভতেজ ভাটিয়া।