Rishabh Pant (Photo Credits: BCCI/ X)

ICC Test Rankings: ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) সম্প্রতি আইসিসি পুরুষের টেস্ট র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা রেটিং অর্জন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের প্রথম টেস্টে তার দুটি শতকের পর তিনি এবার কেরিয়ার সেরা রেটিংয়ে। প্রথম টেস্টে ২৭ বছর বয়সী পন্থ ১৩৪ ও ১১৮ রানের ইনিংস খেলে তার দক্ষতা দেখিয়েছেন। যদিও ভারত সেই ম্যাচ পাঁচ উইকেটে হেরে যায় তবে পন্থ টেস্ট ব্যাটসম্যান হিসেবে এক স্থান এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন। ২০২২ সালের একই সময়ে অর্জিত তার কেরিয়ার সেরা পাঁচ স্থান থেকে মাত্র এক স্থান নীচে রয়েছেন তিনি। তবে পন্থের মোট রেটিং ৮০১ পয়েন্ট, যা তার নতুন ব্যক্তিগত সেরা রেটিং পয়েন্ট। তিনি এখন এক নম্বরে থাকা শীর্ষ ব্যাটসম্যান জো রুটের (Joe Root) থেকে ৮৮ পয়েন্টে পিছিয়ে রয়েছেন। Shubhman Gill: টানা দুটি টেস্টে সেঞ্চুরির নজির অধিনায়ক শুভমন গিলের, প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩১০ টিম ইন্ডিয়ার

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঋষভ পন্থ

ভারতের পেস তারকা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে পাঁচ উইকেট নেওয়ার পর টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করেছেন। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড (Josh Hazlewood) এক ধাপ ওপরে উঠে চতুর্থ স্থানে চলে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলসও (Jayden Seales) একটি ধাপ ওপরে উঠে নবম স্থানে চলে গেছেন। এছাড়া ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ইংল্যান্ডের বিরুদ্ধে মোটামুটি পারফর্ম করলেও টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তার শীর্ষ স্থান ধরে রেখেছেন।