Shubhman Gill, Yashavi Jaiswal. (Photo Credits: X)

Shubhman Gill: অনবদ্য অধিনায়ক। প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়েই টানা দুটো টেস্টে সেঞ্চুরির নজির গড়লেন শুভমন গিল। লিডসের পর বার্মিংহ্য়াম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন গিল। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে জো রুটের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের মাইলস্টোনে পৌঁছলেন গিল। টেস্টে ভারত অধিনায়কের এটি সপ্তম সেঞ্চুরি। লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে গিল ১৪৭ রান করেছিলেন। যশস্বী ৮৭ রানে আউট হয়ে একটুর জন্য হাতছাড়া সেঞ্চুরি করলেও, ধৈর্যশীল ইনিংস খেলে দলকে আস্থা জোগালেন। ঋষভ পন্থ (২৫), নীতীশ রেড্ডি (১)-পরপর দুটি উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে গিলকে যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা।

প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৩১০ রান

অধিনায়ক গিলের অপরাজিত ১১৪, যশস্বী জয়সওয়ালের অনবদ্য ৮৭ ও রবীন্দ্র জাদেজার লড়াকু ৪১ রানে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ৩১০ রান। ষষ্ঠ উইকেটে গিল ও জাদেজা অবিচ্ছিন্ন ৯৯ রানের পার্টনারশিপ করেন। প্রথম সেশনে ২টি, মাঝের সেশনে ১টি ও শেষ সেশনে দুটি উইকেট হারায় ভারত। জশপ্রীত বুমরা না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে থাকবে ভারতীয় বোলাররা। তাই গিলদের চেষ্টা থাকবে কাল, দ্বিতীয় দিনে যতটা সম্ভব ব্যাট করা। এরপর নামবেন ওয়াশিংটন সুন্দর। যে সুন্দরকে কুলদীপ যাদবকে ব্রাত্যকে রেখে খেলানো হয়েছে শুধু তাঁর ব্যাটের হাতটা ভাল বলে।

টিম ইন্ডিয়া ৫ উইকেটে ৩১০ রান

 

ক্যাপ্টেন গিল: অধিনায়ক হিসেবে দুটি টেস্ট, দুটি সেঞ্চুরি

ইংল্যান্ডে টানা দুটি টেস্টে সেঞ্চুরি করা হল না টিম ইন্ডিয়ার তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল-এর। বুধবার বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনে অনবদ্য ইনিংস খেলে ৮৭ রানে আউট হয়ে গেলেন যশস্বী। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১০১ রানে আউট হয়েছিলেন। এদিন খেলার শুরুতেই ক্রিস ওকসের বলে আউট হয়ে যান কেএল রাহুল (২)। ভাল কিছু শট খেলার পর ইংল্যান্ডের পেসার ব্রাইডন কারসের বলে আউট হন করুণ নায়ার (৩১)।

গিলের সেঞ্চুরি

সেঞ্চুরি হাতছাড়া যশস্বীর

এদিন, ১০৭ বলে ৮৭ রান করে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বলে উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হলেন টিম ইন্ডিয়ার বাঁ হাতি তারকা ওপেনার। আউট হওয়ার আগেই স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। এই কারণে মনোসংযোগ ব্যাহত হয়েই যশস্বী তাঁর নিশ্চিত টেস্ট সেঞ্চুরিটা হাতছাড়া করলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।