আইপিএল-র (IPL 2021) ৩৫ তম ম্যাচে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদের গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৯ উইকেটে হেরেছে আরসিবিব। অন্যদিকে সিএসকে তাদের গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়েছে। কেকেআর-র বিরুদ্ধে ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি দ্রুত আউট হয়ে যান। এরপর এবি ডি ভিলিয়ার্স, গ্রেন ম্যাক্সওয়েলরা কিছুই করে উঠতে পারেনি। ম্যাক্সওয়েলের ফর্ম নিয়ে উদ্বেগ থাকছে আরসিবি শিবিরে।
ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, আরসিবির উচিত টিম ডেভিডের মতো কাউকে মিডল অর্ডারে নিয়ে এসে ব্যাটিংকে শক্তিশালী করা। অন্যদিকে সিএসকে চাইবে তাদের টপ অর্ডার রানের মধ্যে ফিরে আসুক। তবে, দুরন্ত ফর্মে আছে রুতুরাজ গাইকোয়াড়, ডিজে ব্রাভো এবং রবীন্দ্র জাদেজা। আরও পড়ুন: IPL 2021: স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ টাকা জরিমানা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গানের
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কোথায় খেলা হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ কবে ও কখন শুরু হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শুক্রবার ২৪ সেপ্টেম্বর সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।
অনলাইনে কী ভাবে দেখা যাবে ম্যাচ?
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।