বিশ্বজয়ী ও অলিম্পিক পদকজয়ী বক্সার মেরী কম-কে সরিয়ে প্যারিস গেমসে 'শেফ অফ দ্য মিশন' (Chef-de-Mission) করা হল ২০১২ অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী গগণ নারাং-কে। আগামী ১৯ জুলাই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে দেশের পতাকা বহন করবেন দু বারের অলিম্পিক পদকজয়ী শাটলার পিভি সিন্ধু ও তারকা টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল।
এবার প্যারিস অলিম্পিকে ভারতের মোট ১১২ জন ক্রীড়াবিদরা। অংশ নেবেন। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৭ জন মহিলা অ্যাথলিট থাকছেন। প্যারিস অলিম্পিক্সে মোট ১৬টি খেলায় অংশ নেবেন ভারতীয়রা।
শ্য়ুটিং, ব্যাডমিন্টন, বক্সিং, কুস্তি, হকি থেকে এবার বেশ কয়েকটি পদক আশা করছে ভারতীয় দল। জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ে সোনা জেতার পর, এবারও একই রকম কিছু করে দেখাবেন তা নিয়ে আত্মবিশ্বাসী সবাই। এবার তিরন্দাজি, ভারত্তোলন, জুডোয় পদক জেতার আশা করছে ভারত। টেনিস, টেবিল টেনিস, রোয়িং, গল্ফ, ইকুস্ট্রিয়ানে-এ চমকপ্রদ কিছু হতে পারে বলে আশায় ভারতীয়রা। নীরজ চোপড়ার মত অ্যাথলটিক্সে এবার আরও কয়েকজন ভারতীয় পদক আনবেন বলে মনে করা হচ্ছে। ২০২০ প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দল ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেটাই ছিল পাঁচতারা খেলায় ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ভারতীয় ক্রীড়াবিদদের টোকিও-র ঐতিহাসিক সাফল্যকেও ছাড়িয়ে যাবে প্যারিসের পারফরম্যান্স এমনটাই আশা করছে ১৫০ কোটির দেশ।