PM Narendra Modi Speaks To Indian Sportspersons: দেশের ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ৩ এপ্রিল: দেশের ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের (Sportspersons) সঙ্গে ভিডিয়ো কনফারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। সেই বৈঠকে রয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, পিভি সিন্ধুসহ অন্যরা। জানা গেছে, বৈঠকর পরিচলনা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। করোনাভাইরাসের মোকাবিলায় মানুষের মধ্যে সচেনতনা তৈরিতে খেলোয়াড়দের কীভাবে আরও কাজে লাগানো যায়, তা নিয়ে মোদি আলোচনা করবেন বলে জানা গেছে।

বৈঠকে স্থগিত হয়ে যাওয়া IPL-এর প্রসঙ্গও সৌরভ তুলতে পারেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। সারা বিশ্বে একর পর এক টুর্নামন্ট বন্ধ হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। বন্ধ হয়ে গেছে ইংলিশ প্রেমিয়র লীগ, বুন্দেসলিগা। এবছরের মতো বাতিল করে দেওয়া হয়েছে উইম্বলডন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম বার বাতিল হয়ে গেল ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। উইম্বলডন শুরু হওয়ার কথা ছিল ২৯ জুন। কিন্তু করোনা-অতিমারির জেরে প্রতিযোগিতা বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের। আরও পড়ুন: Narendra Modi Video Message: রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, টর্চ জ্বালাতে হবে, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এখনও পর্যন্ত ভারতের COVID-19 পজিটিভ রোগীর সংখ্যা ২১৮৩। জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৩২। সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫৭ জন। ৫৬ জনের মৃত্যু হয়েছে।