![](https://bnst1.latestly.com/uploads/images/2024/07/Champions-Trophy-380x214.jpg)
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) আয়োজনে একদিকে যেমন প্রস্তুত তেমনিই দেশে ভারতের উপস্থিতি সম্পর্কে অনড় রয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নিরপেক্ষ ভেন্যুর দাবি মানা না নিয়ে এত বিবৃতির পর পিসিবি এই বিষয়ে সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) ওপর ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। নিউজ ১৮-এর এক রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত আইসিসির সভায় টুর্নামেন্টের সূচি ও ফরম্যাটের মতো বিষয়ে আলোচনা হয়নি। পিসিবি সূত্রে খবর, বোর্ড ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত আর প্রতিবেশী দেশে ক্রিকেট খেলতে যায়নি। সেখানে জানানো হয়েছে, এখন আইসিসি কত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করবে, আলোচনা করবে এবং সূচি চূড়ান্ত করবে সেটা আইসিসির ব্যাপার। PCB Rejects Naseem Shah's NOC: নাসিম শাহের 'এনওসি' প্রত্যাখানে বিতর্কে পাকিস্তান ক্রিকেট
ড্রাফট সূচিতে পিসিবি ভারতের সমস্ত ম্যাচ লাহোরে আয়োজনের পরামর্শ দিয়েছে, যার মধ্যে একটি সেমিফাইনাল (যদি ভারত যোগ্যতা অর্জন করে) এবং ফাইনালও রয়েছে। কলম্বোয় অনুষ্ঠিত এই বৈঠকে বিসিসিআই সচিব জয় শাহ এবং পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির মধ্যে কোনও আনুষ্ঠানিক কথা হয়নি বলে জানা গিয়েছে। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে ভারতীয় দলকে জায়গা দেওয়ার জন্য বাড়তি অর্থ বরাদ্দ করছে আইসিসি। অন্যদিকে, ভারত সরকার সবুজ সংকেত দিলে তবেই পাকিস্তান সফরে যেতে অনুমতি দেবে বিসিসিআই। ২০০৮ সালে শেষবার এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত, ফাইনালে উঠলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় তারা। সাম্প্রতিকতম এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানে আয়োজন করার কথা ছিল, তবে ভারত তাদের খেলোয়াড় পাঠাতে অনিচ্ছুক হওয়ার কারণে হাইব্রিড মডেলে ভারত তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলে।