ভারতের ঘরোয়া ক্রিকেটের দলীপ ট্রফির আয়োজন করেছে বেঙ্গালুরু। দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখা গেল উত্তরাঞ্চলে। নিশান্ত সিন্ধু ১৫০ রান করেন, এছাড়া ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১২২ রান করেন হর্ষিত রানা, ৮ নম্বরে আসা পুলকিত নারাং ৪৬ রান করে উত্তরাঞ্চলকে বিশাল রান করতে সাহায্য করে। এরপর ৫৪০ রানে তারা ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় উত্তর-পূর্বাঞ্চল। ওপেনার কিষাণ লিংডো ৫ রানে এবং জোসেফ লালথানখুমা ৪ রানে ফিরে যান। বলতেজ সিং উত্তর-পূর্বাঞ্চলের অধিনায়ক রংসেন জোনাথনকেও ফেরান। ক্রিজে দাঁড়িয়ে নীলেশ লামিচানে এবং লাংলোনায়াম্বা কেইসাংবাম, পিছিয়ে ৪৭৫ রানে। টসে জিতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উত্তর-পূর্বাঞ্চল। East Zone vs Central Zone, Day 3 Duleep Trophy Live Streaming: ১২২ রানে গুটিয়ে গেল পূর্বাঞ্চল, ১২৪ রানে এগিয়ে মধ্যাঞ্চল, সরাসরি দেখবেন যেখানে
Stumps Day 2: North East Zone - 65/3 in 19.6 overs (Nilesh Lamichaney 35 off 57, Langlonyamba M 1 off 12) #NZvNEZ #DuleepTrophy #QF2
— BCCI Domestic (@BCCIdomestic) June 29, 2023
কবে, কোথায় আয়োজিত হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
৩০ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল।
কখন থেকে শুরু হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।