ভারতের ঘরোয়া ক্রিকেটের আন্তঃ-আঞ্চলিক দলীপ ট্রফির আজ তৃতীয় দিন। দলীপ ট্রফিতে শাহবাজ নাদিমকে সহ-অধিনায়ক করে পূর্বাঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন বাংলার অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরন। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। পূর্বাঞ্চলের হয়ে সুদীপ ঘরামি ২৭ রানে, রিয়ান পরাগ ৩৩ রান এবং মণিশঙ্কর মুরাসিংহ ৩০ রান করেন। বাকী কোন ব্যাটসম্যানই মধ্যাঞ্চলের বোলিংয়ের সামনে দাঁড়াতে সক্ষম হয়নি। ম্যাচে আবেশ খান এবং সৌরভ কুমার ৩টি করে উইকেট নেন। শিবম মাভি ২টি উইকেট পান এবং ১টি উইকেট নেন যশ ঠাকুর। এরপর ব্যাট করতে নেমে বিনা উইকেট খুইয়ে ক্রিজে দাঁড়িয়ে মধ্যাঞ্চলের ওপেনাররা। হিমাংশু মন্ত্রী ২৫ এবং বিবেক সিং ৩৪ রানে আজকের দিনের খেলা শুরু করবেন। স্কোর ৬৪ রান এবং এগিয়ে ১২৪ রানে। Bangladesh Squad, Emerging Asia Cup: বাংলাদেশের ইমার্জিং এশিয়া কাপের দলে এলেন সৌম্য সরকার, জানুন সম্পূর্ণ দল
Stumps Day 2: Central Zone - 64/0 in 25.1 overs (Vivek Singh 34 off 72, Himanshu Mantri 25 off 81) #CZvEZ #DuleepTrophy #QF1
— BCCI Domestic (@BCCIdomestic) June 29, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
৩০ জুন বেঙ্গালুরুর কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ড, আলুর (KSCA Cricket Ground, Alur) দলীপ ট্রফিতে তৃতীয় দিনে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।
কখন থেকে শুরু হবে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
২০২৩ দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩?
পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চল, দলীপ ট্রফি ২০২৩ অনলাইনেও সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই ডোমেস্টিকে ম্যাচের খবর জানা যাবে।