Zimbabwe National Cricket Team vs New Zealand National Cricket Team: জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ১ আগস্ট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে (Queens Sports Club, Bulawayo) তৃতীয় দিন আয়োজিত হয়েছে এই ম্যাচ। ZIM বনাম NZ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে কিউইরা। জিম্বাবয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ম্যাট হেনরি (Matt Henry) ছয়টি উইকেট নিলে জিম্বাবয়ে প্রথম ইনিংসে কোন ধরনের প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। হেনরি ১৫.৩ ওভারে ৩৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। এটি টেস্টে পেসারের পঞ্চম পাঁচ উইকেট। তাদের অধিনায়ক ক্রেইগ আরভিন (Craig Ervine) তার দলের সর্বোচ্চ ৩৯ রান করেন। ENG vs IND 5th Test Day 2 Live Scorecard: ওভালে 'ব্যাজবল' শুরু ইংল্যান্ডের, ২২৪ অলআউট ভারত; একনজরে স্কোরকার্ড
জিম্বাবয়ে বনাম নিউজিল্যান্ড, প্রথম টেস্টের স্কোরকার্ড
New Zealand win BIG in Bulawayo!
2.2 overs, job done ✅#NZvZIM scorecard 👉 https://t.co/kt74xB2oJE pic.twitter.com/HrGs2Ttuhw
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 1, 2025
এরপর কিউইরা তাদের জবাবে ৩০৭ রান করে। যেখানে ডেভন কনওয়ে (Devon Conway) ৮৮ রান করেন। তিনি ১৭০ বলে ১২টি চারের সাহায্যে দলকে এগিয়ে দেন। এরপর ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১১৯ বলে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন। ওপেনার উইল ইয়ংও (Will Young) ৭০ বলে ৪১ রান করেন। এছাড়া অন্য কোনও ব্যাটসম্যান ভালো করতে পারেননি। জিম্বাবয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) ৩ উইকেট নেন। এরপর সেই লিড নামাতে ব্যাট করতে নেমে জিম্বাবয়ে ১৬৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক শন উইলিয়ামস (Sean Williams) সর্বোচ্চ ৬৬ বলে ৪৯ রান করেন। এক সময় মনে হচ্ছিল জিম্বাবয়ে ইনিংসে হারবে কিন্তু শেষ জুটি দলকে ৮ রানের লিড এনে দেন। এরপর ১ উইকেট হারিয়ে মাত্র ৮ রান তুলে নেয় নিউজিল্যান্ড।