England National Cricket Team vs India National Cricket Team, 5th Test: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর পঞ্চম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ENG বনাম IND। করুণ নায়ারের (Karun Nair) সঙ্গে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) গতকাল ভালো শুরু করার পর আজ দ্রুত আউট হয়ে যান। করুণ ৫৭ রানে জশ টাঙ্গের (Josh Tongue) লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর ভারতের কোনও ব্যাটসম্যান আর দাঁড়াতে পারেনি। মাত্র ২০ রানে ভারত ২২৪ রানে অলআউট হয়ে যায়। সুন্দরকে ৫৫ বলে ২৬ রানে আউট করা গাস অ্যাটকিনসন (Gus Atkinson) আজ প্রথম সেশনে বল হাতে আগুন ঝরাতে থাকেন। ভারতের পুরো টেলকে আউট করে তিনি পাঁচ উইকেট তুলে নেন। Chris Woakes Ruled Out, IND vs ENG: ওভাল টেস্টে আর খেলবেন না ক্রিস ওকস, নিশ্চিত করল ইংল্যান্ড ক্রিকেট
ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট দ্বিতীয় টেস্ট স্কোরকার্ড
Lunch on Day 2 of the fifth Test at the Oval 🏟️
England 109/1 in the 1st innings, trail by 115 runs
Scorecard ▶️ https://t.co/Tc2xpWNayE#TeamIndia | #ENGvIND pic.twitter.com/uPyCbxPgmR
— BCCI (@BCCI) August 1, 2025
ভারত ২২৪ রানে হিমশিম খেলেও ইংল্যান্ডের শুরুটা হয়েছে পুরো অন্যরকম। ইংল্যান্ডের ইনিংসের প্রথম বল থেকেই তারা অভালের বাউন্ডারির চারিদিকে স্কোর করতে থাকেন। কখনও রিভার্স স্কুপ, কখনও সুইপ মেরে মাত্র ৭ ওভারেই ৫১ রান করে নেন ইংল্যান্ডের দুই ওপেনার। এরপর আকাশ দীপ (Akash Deep) ১২.৫ ওভারে যখন বেন ডাকেটকে (Ben Duckett) আউট করেন তখন দলের স্কোর ৯২। মাত্র ৩৮ বলে ৫টি চার এবং ২টি ছক্কা মেরে ৪৩ রান করে আউট হন ডাকেট। এছাড়া ক্রলি ৪৩ ১২টি চারের সাহায্যে ৫২ রান করে নেন। তার সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক অলি পোপ (Ollie Pope) ১৬ বলে ১২ রানে অপরাজিত রয়েছেন ২টি চারের সাহায্যে। লাঞ্চ ব্রেকে ইংল্যান্ডের স্কোর-১০৯/১, তারা ১১৫ রানে পিছিয়ে রয়েছে।