টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ব্যাট করবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে। চেন্নাই দল- মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, স্যাম কুরান, দীপক চাহার, পীযূষ চাওলা, লুঙ্গি এনগিডি।
মুম্বই দলে রয়েছেন কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, ক্রুণাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, কিরেয়ন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ। আরও পড়ুন, আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস; দুটি দলকে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান
করোনার কারণে গত মার্চ মাসে আয়োজন করা যায়নি আইপিএল। অবশেষে আজ থেকে শুরু হবে বাইশ গজের যুদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় এই টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের আসর। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সদের ঝুলিতে চারটি আইপিএল শিরোপা রয়েছে। অন্যদিকে এমএস ধোনির অধীনে সিএসকে (CSK) তিনবার আইপিএল জিতেছে। যখনই এই দুই পক্ষ লড়াইয়ে নামে ভক্তদের বিনোদনের কোনও অভাব হয় না। গতবার ফাইনালে চেন্নাইকে ১ রানে হারিয়ে আইপিএল জেতে মুম্বই।
ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার।