মুম্বই, ১২ সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) -র অবসর জল্পনা আরও একবার ভুল প্রমাণিত হল নেটিজেনরা। সকালে বিরাট কোহলি-র ধোনির সঙ্গে এক স্মৃতিচারণার ছবির টুইটের পর জোর জল্পনা শুরু হয় আজ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন। ধোনি নাকি অবসর ঘোষণা করবেন বলে প্রেস কনফারেন্স ডেকেছেন। এমনও গুজবও জোর গতি পায়। মুম্বইয়ে বিসিসিআইয়ের অফিসের বাইরে ধোনিকে গিয়েছে, এবার তিনি অবসর ঘোষণা করবেন, সেই গুজবও ছড়িয়ে পড়ে। ধোনির অবসর টুইটার ট্রেন্ড সবার আগে চলে যায়। ধোনির অবসর নিয়ে আবেগে ভাসতে থাকেন নেটিজেনরা। শেষমেশ আজ ভারতীয় টেস্ট দল ঘোষণার পর সাংবাদিকদের বোর্ডের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানান, ধোনির অবসর নিয়ে চলা খবর পুরোপুরি ভিত্তিহীন।
আজ সকালে বিরাট কোহলি (Virat Kohli) টুইটারে তাঁর এক খুব স্পেশাল টি টোয়েন্টি ইনিংসের কথা জানিয়ে এমএস ধোনির কথা উল্লেখ করেন। যে ছবিতে দেখা যায় ম্য়াচ জয়ের পর ধোনি দাঁড়িয়ে আর কোহলি তাঁকে প্রণাম করছেন। ভারত অধিনায়কের এমন টুইটের পরেই দাবানলের গতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আজ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন বলেই কোহলি এমন টুইট করেছেন। এমনকি গুজব শুরু হয় অবসর ঘোষণা করার জন্য সাংবাদিক সম্মেলনও ডেকেছেন মাহি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে ধোনিকে রাখা হয়নি। আরও পড়ুন-লোকেশ রাহুল বাদ, টেস্ট দলে শুবমন গিল, ওপেনার রোহিত শর্মা
তারপর ধোনির অবসর জল্পনা তীব্র হয়। আর আজ কোহলির টুইটের পর তো ধোনিকে কার্যত অবসরের গ্রহে পাঠিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ধোনি অবসর নিচ্ছেন, এই টপিকটা সোশ্যাল মিডিয়ায় বারবার ওঠে। আজ টুইটারে ধোনি ট্রেন্ড করছেন তাঁর অবসরের জল্পনার সৌজন্যে। কোহলির টুইটের পরই ধোনির অবসরকে দুইয়ে দুইয়ে চার করে মেলাচ্ছিলেন নেটিজেনরা। দেখুন কোহলির সেই টুইট-
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test 😄 @msdhoni 🇮🇳 pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
এর আগে ধোনির অবসর গুজব বেশ কয়েকবার শোনা গিয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শেষের পর স্ট্যাম্প হাতে নিয়ে যাওয়ার ভিডিওকে হাইলাইট করে বলা হয়, ধোনি অবসর নিচ্ছেন। সেসব জল্পনা উড়িয়ে অবশ্য ধোনি বিশ্বকাপ খেলেন। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিদায়ের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে সেনাবাহিনীর হয়ে জম্মু-কাশ্মীরে ডিউটিতে যান ধোনি। ধোনি জানিয়েছিলেন, তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। ভারতীয় নির্বাচকরা এখন সামনের দিকে তাকাতে চান বলে জানিয়েছেন। ঋষভ পন্থ সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন ধোনি, এমনটা আগে শোনা গিয়েছিল।