দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত। (Photo Credits: Getty Images)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: India vs South Africa 2019: আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন কেকেআর তারকা শুবমন গিল (Subman Gill)। ওয়েস্ট ইন্ডিজ সফরে খারাপ পারফরম্য়ান্সের জন্য বাদ পড়লেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। মায়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে থাকছেন রোহিত শর্মা-ই। চলতি বছর জানুয়ারিতে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন ২০ বছরের শুবমন। তবে দুটো ওয়ানডে খেলার পরই বাদ পড়েছিলেন পঞ্জাবের তারকা এই ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও, বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে শুবমনকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হয়নি। শুবমনকে দলে না রেখে সমালোচনার মুখে পড়েছিলেন নির্বাচকরা।  এবার টেস্ট দলে জায়গা দেওয়া হল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী শুবমনকে। আরও পড়ুন-এমএস ধোনি-র অবসর জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য লোকেশ রাহুলের বাদ পড়া নিয়ে জল্পনা ছিলই। নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ টেস্টে রাহুলের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওপেনার লোকেশ রাহুলের পরিবর্তে বাঙলার নতুন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের প্রথমবার জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে জল্পনা ছিল। কিন্তু মিডল অর্ডারে জায়গা না হওয়া রোহিত শর্মা-কে ওপেনার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় ঈশ্বরণের ঠাঁই হল না। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থের সঙ্গে আছেন ঋদ্ধিমান সাহাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও ঋদ্ধি দুটো ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, শুবমন গিল।