সেই ম্যাচে জয়ের পর বিরাট কোহলি এমনই করেন ধোনিকে উদ্দেশ্য করে। (Photo Credits: Twitter / Virat Kohli)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: MS Dhoni Retirement Press Conference Rumours Go Viral- আজ সকালে বিরাট কোহলি (Virat Kohli) টুইটারে তাঁর এক খুব স্পেশাল টি টোয়েন্টি ইনিংসের কথা জানিয়ে এমএস ধোনির কথা উল্লেখ করেন। যে ছবিতে দেখা যায় ম্য়াচ জয়ের পর ধোনি দাঁড়িয়ে আর কোহলি তাঁকে প্রণাম করছেন। ভারত অধিনায়কের এমন টুইটের পরেই দাবানলের গতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আজ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন বলেই কোহলি এমন টুইট করেছেন। এমনকি গুজব শুরু হয় অবসর ঘোষণা করার জন্য সাংবাদিক সম্মেলনও ডেকেছেন মাহি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজে ধোনিকে রাখা হয়নি।

তারপর ধোনির অবসর জল্পনা তীব্র হয়। আর আজ কোহলির টুইটের পর তো ধোনিকে কার্যত অবসরের গ্রহে পাঠিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ধোনি অবসর নিচ্ছেন, এই টপিকটা সোশ্যাল মিডিয়ায় বারবার ওঠে। আজ টুইটারে ধোনি ট্রেন্ড করছেন তাঁর অবসরের জল্পনার সৌজন্যে। কোহলির টুইটের পরই ধোনির অবসরকে দুইয়ে দুইয়ে চার করে মেলাচ্ছেন নেটিজেনরা। আরও পড়ুন-ব্রাজিলের বিজয়রথ থামিয়ে দিল পেরু

কোহলির যে টুইটের পর মাহির অবসর নিয়ে জল্পনা শুরু হয় দেখুন-

এর আগে ধোনির অবসর গুজব বেশ কয়েকবার শোনা গিয়েছে। গত বছর ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শেষের পর স্ট্যাম্প হাতে নিয়ে যাওয়ার ভিডিওকে হাইলাইট করে বলা হয়, ধোনি অবসর নিচ্ছেন। সেসব জল্পনা উড়িয়ে অবশ্য ধোনি বিশ্বকাপ খেলেন। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিদায়ের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে সেনাবাহিনীর হয়ে জম্মু-কাশ্মীরে ডিউটিতে যান ধোনি। ধোনি জানিয়েছিলেন, তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। ভারতীয় নির্বাচকরা এখন সামনের দিকে তাকাতে চান বলে জানিয়েছেন। ঋষভ পন্থ সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন ধোনি, এমনটা আগে শোনা গিয়েছিল। যদিও