লস অ্যাঞ্জেলস, ১১ সেপ্টেম্বর: ব্রাজিলের বিজয়রথ থামল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায়ের পর, একটানা জিতে চলা ব্রাজিল ১৭ ম্যাচ পর হারল। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পেরুর বিরুদ্ধে ১-০ হেরে গেল ব্রাজিল। যে পেরুকে ফাইনালে হারিয়ে ক মাস আগে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল কোচ তিতের দল। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে দারুণ লড়ে পেরু। ম্যাচের ৮৪ মিনিটে লুইস আব্রাহামের গোলে জেতে পেরু। নেইমার, ভিনিসিয়াস জুনিয়ার, লুকাসদের দ্বিতীয়ার্ধে নামিয়েও হারের মুখ দেখতে হল তিতেকে। এদিকে, ব্রাজিলের হারের দিনে বড় জয় পেল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারাল মেসিহীন আর্জেন্টিনা।
ব্রাজিল একেবারেই সুনাম অনুযায়ী খেলতে পারেনি। নেইরামকে ছাড়াই কোপা আমেরিকায় নেমে যে তাগিদটা ধরা পড়েছিল সেটার অভাব দেখা যায়। ক মাস আগে কোপা আমেরিকায় দুবার পেরুর বিরুদ্ধে খেলেছিল ব্রাজিল। গ্রুপের খেলায় পেরুকে ৫-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তারপর ফাইনালে ব্রাজিল ৩-১ গোলে হারায় পেরুকে। সেই হিসেবে দেখলে আজ ব্রাজিলকে হারিয়ে শোধ তুলল পেরু। যে পেরু গত বছর রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা পেয়েছিল ৩৬ বছর পর। পেরুর এই জয়ে একটা জিনিস বোঝা গেল, আগামী বছর থেকে শুরু হতে চলা ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলির লড়াই বেশ কঠিন হবে।
দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায়। আর পঞ্চম দেশকে প্লে অফে খেলে মূলপর্বে উঠতে হয়। পেরু, ভেনেজুয়েলার মত দলগুলির উত্থান লাতিন আমেরিকার বিশ্বকাপে ওঠার লড়াই জমে যাবে। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের কাজটা একেবারেই কেক ওয়াক হবে না।