Mosaddek Hossain (Photo Credit: @BDCricTime/ X)

Bangladesh A vs New Zealand A 2nd Unofficial ODI Scorecard: বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ, আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের (Unofficial ODI)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৭ মে সিলেটে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এ দল। সেখানে বাংলাদেশের তরুণ দলের দেওয়া ৩৪৪ রান তাড়া করতে নেমে ২৫৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৩.১ ওভারে ২৫৭ রান করে নিউজিল্যান্ড ৮৭ রানে এই ম্যাচটি হেরেছে। টানা দুই ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ এখন এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের হয়ে বল হাতে আজ সেরা ছিলেন মোসাদ্দেক হোসেন (Mosaddek Hossain)। তার তিন উইকেটের সঙ্গে বাকি ২টি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম (Shoriful Islam), তানভীর ইসলাম (Tanvir Islam) এবং শামীম হোসেন (Shamim Hossain)। এছাড়া একটি উইকেট পান রেজাউর রহমান রাজা (Rejaur Rahman Raja)। BAN A vs NZ A 2nd Unofficial ODI Live Scorecard: মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসানের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোর- ৩৪৪/৫

বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে স্কোরকার্ড

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খেলাত প্রথম দিকে একটু হিমশিম খায় বাংলাদেশ। তাদের স্কোর ৯৭ রানে তিন উইকেট হলেও এরপর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান (Nurul Hasan)। তিনি ৭টি করে চার এবং ছক্কা মেরে ১০১ বলে ১১২ রান করেন। তার সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন (Mahidul Islam Ankon)। তিনি ৭টি চার এবং ৫টি ছক্কা মেরে ১০৮ বলে ১০৫ রান করেন। ক্রিস্টিয়ান ক্লার্ক (Kristian Clarke)-এর দ্বিতীয় উইকেটে যখন আউট হন তখন স্কোর ৩২২/৪। এরপর ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে ৩৪৪ রান করে। নুরুলের অসামান্য ব্যাটিংয়ের জন্য তাঁকে ম্যাচ সেরার পুরষ্কার দেওয়া হয়েছে। আগামী ১০ মে শেষ ওয়ানডে ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল।