BCCI Cricket Advisory Committee: বিসিসিআই-র ক্রিকেট উপদেষ্টা কমিটিতে মদন লাল, আরপি সিং ও সুলক্ষনা নায়েক
মদন লাল, আরপি সিং ও সুলক্ষনা নায়েক । ফাইল ফোটো

মুম্বই, ৩১ জানুয়ারি: ক্রিকেট উপদেষ্টা কমিটির (Cricket Advisory Committee) সদস্যদের নাম ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ভারতের প্রাক্তন ক্রিকেটার মদন লাল (Madan Lal), রুদ্র প্রতাপ সিং (RP Singh) এবং সুলক্ষনা (Sulakshana Naik) নায়েক হচ্ছেন ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, তিন সদস্যর নিয়োগের মেয়াদ এক বছরের জন্য হবে।

মদন লাল ভারতের হয়ে ৩৯টি টেস্ট এবং ৬৭টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। পরে তিনি ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ভারতের সিনিয়র নির্বাচন কমিটির সদস্যও ছিলেন। আরও পড়ুন: India vs New Zealand 4th T20I: ফের সুপার ওভারে ওয়েলিংটনে রুদ্ধশ্বাস জয় ভারতের, সিরিজে ৪-০ এগিয়ে বিরাট কোহলিরা

আরপি সিং ভারতের হয়ে ১৪টি টেস্ট, ৫৮টি ওয়ানডে এবং ১০ টি ২০ খেলেছেন। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। সেই দলের সদস্য ছিলেন আরপি সিং। অন্যদিকে সুলক্ষনা নায়েক ১১ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ২টি টেস্ট, ৪৬টি ওয়ানডে এবং ৩১ টি টি-২০ খেলেছেন।